এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ বিরাট ব্যবধানে জিতে নিয়েছে ভারত (India)। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি। প্রথম টেস্টে রোহিত এবং যশস্বী দুজনে সেঞ্চুরি করেছেন, সেই সঙ্গে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস এসেছে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে একাধিক রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে আরো বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন কোহলি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জেতার পর ভারতের জার্সি গায়ে সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ জেতার দিক দিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি। ভারতের জার্সি গায়ে ২৯৬ টি ম্যাচ জিতেছেন বিরাট কোহলি। ধোনি জিতেছিলেন ২৯৫টি ম্যাচ। তবে এখানে শীর্ষে রয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’। সচিন ৩০৭টি ম্যাচ জিতেছিলেন। ফলে নিজের ‘আইডল’-কে টপকাতে হলে বিরাটকে আর ১২টি ম্যাচ জিততে হবে।
আরও পড়ুন:- “ধানশ্রী আমার সঙ্গে ছিল বলেই..!”,টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ সুযোগ না পাওয়ায় নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন যুজবেন্দ্র চাহাল
এই মুহূর্তে ভারতের জার্সি গায়ে সমস্ত ধরনের ক্রিকেট মিলিয়ে মোট ৪৯৯ টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নামলেই ভারতের জার্সি গায়ে ৫০০ টি ম্যাচ খেলা হবে কোহলির। ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে সচিনের। মোট ৬৬৪টি ম্যাচ খেলেছিলেন সচিন। দ্বিতীয় স্থানে রয়েছেন ধোনি। তিনি ৫৩৫টি ম্যাচ খেলেছিলেন। ৫০৪টি ম্যাচ খেলে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন বিরাট কোহলি। ডমিনিকায় স্লো পিচে ৭৬ রান করেন তিনি। তবে বিরাট ভক্তরা তার ব্যাটে সেঞ্চুরি দেখার অপেক্ষা করছেন।