বর্তমানে বিরাট কোহলি (Virat Kohli) সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায়। কোহলি তার পেশাগত কারণে খবরের শিরোনামে প্রায়ই এসে থাকেন, কিন্তু আজ লাইমলাইটে আসার কারণ হচ্ছে তার ব্যক্তিগত জীবন। আজ ৫ই নভেম্বর, কোহলি ৩৪ তম জন্মদিন (Virat Kohli Birthday)। তার জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঝড় বইছে। ভক্ত থেকে শুরু করে সেলিব্রিটি ও ক্রিকেট তারকারা একের পর এক অভিনন্দন জানাচ্ছে। এদিকে এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন তার প্রিয় অভিনেত্রীর নাম। আসুন জানা যাক।
জন্মদিন উপলক্ষ:-
১৯৮৮ সালে ৫ই নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন বিরাট কোহলি। শৈশব থেকেই পড়াশোনার পাশাপাশি তিনি ক্যারিয়ার হিসেবে বেছে নেন ক্রিকেটকে। আজ তিনি বর্তমান ভারতীয় ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। তাই নয় তাকে সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন বললেও ভুল হবে না। তার ইনিংস দিয়ে ভারতকে অনেক ম্যাচে জয়ের মুখ দেখিয়েছে। বর্তমানে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ (T-20 World Cup 2022) এ চারটি ম্যাচ খেলে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
কোহলির প্রিয় অভিনেত্রী কে ছিলেন?
কোহলি ছোট থেকেই বলিউডে অনুরাগী। তিনি এক সাক্ষাৎকারে তার পছন্দের অভিনেত্রীর নাম জানিয়েছেন। তিনি বলেন ছোটবেলার তার পছন্দের অভিনেত্রীর (Kohli’s preferred actress) নাম হলো করিশমা কাপুর। ২০১৭ সালে কোহলি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা কে বিবাহ করেন। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
কোহলির ক্রিকেট ক্যারিয়ার :-
কোহলির ক্রিকেট ক্যারিয়ার দু-চার লাইনে বলা সম্ভব না। ম্যাচে তার অনবদ্য রানের জন্য রান মেশিন বিবেচিত করা হয়। তিনি এখনো পর্যন্ত ১০২ টি টেস্ট, ২৬২টি ওডিআই এবং ১১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তার টেস্টের রান ৮০৭৪, যার মধ্যেই সেঞ্চুরি ২৭ ও হাফ-সেঞ্চুরি ২৮ টি। ওয়ানডেতে রান ১২,৩৪৪ যার মধ্যে ৪৩ টি সেঞ্চুরি এবং ৬৪ টি হাফ-সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে রান ৩৯৩২, যার মধ্যে ১ টি সেঞ্চুরি এবং ৩৬ টি হাফ-সেঞ্চুরি।
আমরা আপনাকে বলি, বর্তমানে কোহলি ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া উপস্থিত রয়েছেন। এবারে ৩৪ তম জন্মদিন উদযাপন করছেন অস্ট্রেলিয়ার মাটিতেই। তার বর্তমান ফর্মটা স্বপ্নের মত।