মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারত (India) এবং শ্রীলঙ্কার (Srilanka) মধ্যে ওয়ানডে সিরিজ। অসমের গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত (India) এবং শ্রীলঙ্কা (Srilanka)। আর এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)।
For his incredible TON, @imVkohli is our top performer from the first innings of the first #INDvSL ODI 👏 👏
A summary of his batting display 🔽 pic.twitter.com/EMnv5xaqdw
— BCCI (@BCCI) January 10, 2023
এই ম্যাচে ৮৭ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট কোহলির ইনিংসটি সাজানো ছিল ১২ টি চার এবং একটি সুবিশাল ছক্কা দিয়ে। আর এই ম্যাচে সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে একাধিক রেকর্ড করলেন বিরাট কোহলি (Virat Kohli)।
এতদিন পর্যন্ত ঘরের মাঠে সেঞ্চুরির নিরিখে সবার শীর্ষে ছিলেন কিংবদন্তী শচীন তেন্ডুলকার। ১৬৪ টি ইনিংস খেলে ২০ টি সেঞ্চুরি করেছিলেন তিনি। এদিন শ্রীলংকার বিরুদ্ধে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। ঘরের মাঠে কুড়িটি সেঞ্চুরি হয়ে গেল কোহলির। তবে শচীনের থেকে অনেক কম ইনিংস খেলে। মাত্র ১০২ টি ম্যাচ খেলে ঘরের মাঠে ২০ তম সেঞ্চুরি করে ফেললেন বিরাট কোহলি।
অপরদিকে অন্য একটি রেকর্ড এর ক্ষেত্রে শচীনকে টপকে গেলেন বিরাট কোহলি। এতদিন পর্যন্ত শ্রীলংকার বিরুদ্ধে সেঞ্চুরির নিরিখে যৌথভাবে ছিলেন শচীন এবং বিরাট। দুজনেই শ্রীলংকার বিরুদ্ধে ৮টি করে সেঞ্চুরি করেছিলেন। তবে এদিন শ্রীলংকার বিরুদ্ধে নবম সেঞ্চুরি করে শচীনকে টপকে গেলেন বিরাট কোহলি।
Back to back ODI hundreds for @imVkohli 👏👏
Live – https://t.co/MB6gfx9iRy #INDvSL @mastercardindia pic.twitter.com/Crmm45NLNq
— BCCI (@BCCI) January 10, 2023
অপরদিকে আরও একটি নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটে মোট রানের নিরিখে ষষ্ঠ স্থানে রয়েছে বিরাট কোহলি। আর মাত্র ৬৭ রান করতে পারলেই শ্রীলংকার কিংবদন্তি মাহেলা জয়বর্ধনেকে টপকে পঞ্চম স্থানে উঠে আসবেন বিরাট কোহলি।