কোহলি শুধু ক্রিকেটই সীমাবদ্ধ নয়, স্টেজে উঠে গাইলেন রাফি-লতা মঙ্গেশকরের গান! রান মেশিনের কণ্ঠে সুর তুমুল ভাইরাল

বর্তমান ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের এই প্রাক্তন অধিনায়ক মাঠের মধ্যে আগ্রাসী ভাব ও জেতার খিদে তাকে সেরা ব্যাটারদের তালিকায় নিয়ে আসে। ওপেনিং জুটি ব্যর্থ হলে তিন নম্বরে ব্যাট করতে নামা এই কোহলির উপর ভরসা করেই ম্যাচ এগিয়ে যায় জেতার লক্ষ্যে। যার জন্য তাকে চেসমাস্টারও বলা হয়। বিরাট কোহলির ক্রিকেট ক্যারিয়ার দু-চার লাইনে বলার অসম্ভব। কোহলি পেশাগত কারনের জন্য খবরের শিরোনামে এসে থাকলেও আজ লাইমলাইটে এসেছেন ব্যক্তিগত কারণে জন্য। কোহলি ক্রিকেটের জন্য সারা বিশ্বে সুপরিচিত। কিন্তু তিনি শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নয়, তিনি স্টেজে উঠে নিজের গলায় গান শোনালেন। তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।

Virat kohli song

আমরা আপনাকে বলি, কোহলি তার ১১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ৭১টি সেঞ্চুরি করে ফেলেছেন। তিনি শেষ সেঞ্চুরির জন্য প্রায় ৩ বছর অপেক্ষা করছিলেন। দীর্ঘদিন অফ ফর্মে থাকা কোহলি আবার নিজের ছন্দ ফিরে পেয়েছেন। সম্প্রতি, এই প্রাক্তন অধিনায়কের গলায় স্টেজের মধ্যে একটি গান শোনা গেল। দু মিনিটের সেই গানের ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসতেই খুব ভাইরাল (kohli Viral Video)।

 

বিরাট কোহলি ব্যাট হাতে যেমন মাঠ দাপিয়ে বেড়ায়, ঠিক তাকে দেখা গেল স্টেজের মধ্যেও সূরের দাপট। সম্প্রতি, এক অনুষ্ঠানের গায়িকার সঙ্গে স্টেজ শেয়ার করেছেন বিরাট কোহলি। মোহাম্মদ রাফি ও লতা মঙ্গেশকরের গাওয়া ‘জো ওয়াদা কিয়া তো নিভানা পারেগা’ এই গানটি বিরাট কোহলিকে গাইতে শোনা গেল। আর সুরের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হচ্ছে। আসুন আপনিও শুনে নিন বিরাট কোহলির গলায় এই গান (Virat Kohli Song)।

https://twitter.com/umda_panktiyan/status/1596911259014037510?s=20&t=Yki4vvFAarGgbQ4vZgxcXg

বিরাট কোহলির এই গান প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। তার কন্ঠ লাখো লাখো ভক্ত পছন্দ করেছে। শুধু তাই নয় ব্যবহারকারীরা নানান মন্তব্য করেছেন। কোহলি যে শুধু ব্যাট হাতেই ভক্তদের মুগ্ধ করে তাই নয়। তার ফ্যাশন, লাইফস্টাইল যেমন নজর কাড়ার মত ঠিক তেমনই আরো একবার তার গলায় গান গেয়ে ভক্তদের মুগ্ধ করলেন।

Virat kohli

কোহলির ক্রিকেট ক্যারিয়ার (Kohli’s Cricket Career) নিয়ে বললে, তিনি এখনো পর্যন্ত ১০২ টেস্ট ম্যাচে ৮,০৭৪ রান করেছেন। ২৬২ টি ODI ম্যাচে ১২,৩৪৪ রান করেছেন এবং ১০৭ টি T-20 ম্যাচে ৪,০০৮ রান করেছেন। কোহলি ২২৩টি IPL ম্যাচ খেলে ৬,৬২৪ রান করেছে। তার ক্যারিয়ার ১২৯ টি অর্ধ-শতরান এবং ৭১ টি শতরান করেছেন।