বিরাট নাকি বাবর? কে সেরা ব্যাটার? জানিয়ে দিলেন কেন উইলিয়ামসন

বর্তমান ক্রিকেট বিশ্বের দুজন সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। এই দুজন নিজেদের খেলার মধ্য দিয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছেন। দুজনেরই বেশ কিছু এমন শট রয়েছে যা দেখে কার্যত অবাক হয়ে যায় ক্রিকেট ভক্তরা।

বর্তমান ক্রিকেট বিশ্বে রান করার পাশাপাশি এই দুজনের পরিচিতির অন্যতম প্রধান কারণ দুজনের শট খেলার টাইমিং। দুজনই যে অসাধারণ টাইমিং এর ক্রিকেটীয় শট গুলি খেলে তা দেখতে এক কথায় অপূর্ব লাগে। এরা সবথেকে ভালো যে শট খেলে সেটা হল কভার ড্রাইভ। এবার বিরাট কোহলি (Virat Kohli) নাকি বাবর আজম কার কভার ড্রাইভ সেরা? এই নিয়েই উঠছে বড় প্রশ্ন। এই কঠিন প্রশ্নের জবাব দিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (Ken Williamson)।

এইদিন এক সাক্ষাৎকারে বসেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সেই সময় তাকে প্রশ্ন করা হয় বিরাট কোহলি নাকি বাবর আজম? কার কভার ড্রাইভ দেখতে আপনার ভালো লাগে? আপনার প্রিয় কে?

এই প্রশ্নের জবাবে উইলিয়ামসন বলেন, “দুজনই ভালো ক্রিকেটার। দুজনেই বর্তমানে ব্যাট হাতে অনেক রান করছে। তবে বিরাট কোহলির কভার ড্রাইভ দেখতে আমার বেশি ভালো লাগে। ও এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।”

উল্লেখ্য, ভারত বনাম নিউজিল্যান্ড এর প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেললেও চিকিৎসার কারণে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসনের অনুপস্থিততে শেষ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন দলের সিনিয়র পেসার টিম সাউদি। শুক্রবার থেকে ইডেন পার্কে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হবে। সেই সিরিজে অবশ্য খেলবেন কেন উইলিয়ামসন।