ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ODI সিরিজে বিশ্বরেকর্ড গড়তে চলেছেন বিরাট, রোহিত, জাদেজা

টেস্ট সিরিজ জয়ের পর আজ থেকে শুরু হচ্ছে ভারত (India) ও ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মধ্যে ওয়ানডে সিরিজ। আজ প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ভারত (India) ও ওয়েস্ট ইন্ডিজের (West Indies)। টেস্ট সিরিজে হারের পর ওয়ানডে সিরিজ জিততে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে টেস্টের পর ওয়ানডে সিরিজও জিততে চাই ভারত।

Virat Kohli

ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ওয়ানডে সিরিজ হেরেছিল ২০০৬ সালে। ২০০৬ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ হারেনি ভারত। এমনকি শেষ আটটি এক দিনের ম্যাচেই জিতেছে ভারত। সেই রেকর্ড ধরে রাখতে চাইবে রোহিত শর্মারা (Rohit Sharma)।
এই সিরিজে ব্যক্তিগত নজির গড়তে পারেন ভারতের তিন ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা।

আরও পড়ুন:- ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতীয় দল বাছলেন শচীন তেন্ডুলকার, দেখুন সম্পূর্ণ দল

রোহিত শর্মা:- এই মুহূর্তে এক দিনের ক্রিকেটে ২৪৩ ম্যাচে ৯৮২৫ রান রয়েছে রোহিত শৰ্মার। অর্থাৎ আর মাত্র ১৭৫ রান করলে ওয়ানডে ক্রিকেটে ১০,০০০ রান পূর্ন করবেন রোহিত। ওয়ানডে ক্রিকেটে ১০,০০০ রান করতে পারলে বিশ্ব ক্রিকেটে ১৫তম ও ভারতের ষষ্ঠ ব্যাটার হিসাবে এই কীর্তি গড়বেন ভারত অধিনায়ক।

আরও পড়ুন:- ওকে ১০ এ চার দেব, শুভমান গিলের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন জাহির খান

বিরাট কোহলি:- এই মুহুর্তে ২৭৪ টি এক দিনের ম্যাচ খেলে ১২,৮৯৮ রান করেছেন বিরাট কোহলি। অর্থাৎ ১৩,০০০ রান করতে বিরাটের দরকার আর মাত্র ১০২ রান। বিশ্বের পঞ্চম এবং ভারতের দ্বিতীয় ব্যাটম্যান হিসেবে এই কীর্তি গড়বেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Rohit Sharma

রবীন্দ্র জাদেজা:- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৯টি একদিনের ম্যাচ খেলে ৪১ টি উইকেট নিয়ে অনিল কুম্বলের সঙ্গে যুগ্ম ভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাদেজা। ৪৩ টি উইকেট নিয়ে সবার শীর্ষে রয়েছেন কপিল দেব অর্থাৎ আর তিনটি উইকেট নিতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন রবীন্দ্র জাদেজা।