আয়ারল্যান্ড সফরে বাদ বিরাট-রোহিত, আইপিএল কাঁপানো ছয় খেলোয়াড় পাচ্ছেন জায়গা

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে। এই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হওয়ার পরে ভারতীয় দল উড়ে যাবে আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত (India) এবং আয়ারল্যান্ড (Ireland)। আগামী ১৮ ই আগস্ট থেকে শুরু হচ্ছে ভারত এবং আয়ারল্যান্ড এর মধ্যে টি-টোয়েন্টি সিরিজ।

Rinku Singh

আয়ারল্যান্ড সফরের পরেই রয়েছে এশিয়া কাপ। আর এশিয়া কাপের কথা মাথায় রেখে ভারতের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিতে চলেছে বিসিসিআই। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মত তারকারা।

আরও পড়ুন:- যশস্বীর মতো আরও এক ক্রিকেটার ভারতে রয়েছে, এই ক্রিকেটারের প্রশংসায় রিকি পন্টিং

আয়ারল্যান্ড সফরে সম্ভবত দ্বিতীয় সারির ভারতীয় দলই পাঠাবে বিসিসিআই। যার নেতৃত্বে থাকবেন হার্দিক পান্ডিয়া। আয়ারল্যান্ড সফরে আইপিএলে ভালো পারফরমেন্স করা একাধিক তরুণ ক্রিকেটারের সামনে ভারতীয় দলের দরজা খুলে যেতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই কর্তারা।

আরও পড়ুন:- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২টি উইকেট নিয়ে চারটি বিশ্ব রেকর্ড করলেন অশ্বিন

সামনেই এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ। সেই কারণে একাধিক তরুণ ক্রিকেটারকে তৈরি রাখতে চাইছে বিসিসিআই। আর তাই আয়ারল্যান্ড সফরে সুযোগ পেতে পারেন রিঙ্কু সিং, জিতেশ শৰ্মা, তিলক ভার্মার মতো ক্রিকেটাররা।

Yashasvi Jayswal

এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন আয়ারল্যান্ড সফরে কেমন হতে চলেছে ভারতীয় দল:-
রুতুরাজ গায়কোয়াড, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), যশ ধুল, রিংকু সিং, সাই সুদর্শন, নবদীপ সাইনি, অর্জুন তেন্ডুলকার, ঋত্বিক শোকিন, শার্দুল ঠাকুর, আকাশ মাধওয়াল, মুকেশ কুমার এবং হর্ষিত রানা।