পাকিস্তানের বিরুদ্ধে চার রানে আউট হয়ে ১১ বছর পর লজ্জার নজির গড়লেন বিরাট

ভারত ও পাকিস্তান ম্যাচ মানেই জ্বলে ওঠে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। সম্প্রতি সময়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ মানেই সেরা পারফর্মার হিসাবে উঠে আসছিল ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) নাম। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে যখন ভারতের প্রত্যেক ব্যাটসম্যান ব্যর্থ হয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলির ৮৭ রানের ম্যাচ জেতানো ইনিংস আজীবন ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের তারকা ফাস্ট বোলার হ্যারিশ রাউফকে পরপর দুটি ছক্কা মেরে যেভাবে হারা ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি তা এক কথায় অনবদ্য। বিগত কয়েক বছরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অন্যান্য ব্যাটসম্যানরা সেভাবে রান করতে না পারলেও বিরাট কোহলির ব্যাট সবসময় কথা বলেছে। তাই এশিয়া কাপেও বিরাট কোহলির পারফরমেন্সের দিকেই তাকিয়ে ছিল আপামর ক্রিকেট ভক্তরা।

শনিবার এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং করতে নামার কয়েক ওভার পরেই বৃষ্টির জন্য খেলা থেমে যায়, পুনরায় খেলা শুরু হলে আউট হয়ে যান রোহিত শর্মা। তারপর ক্রিজে নামেন বিরাট কোহলি।

বিরাট কোহলি ক্রিজে নামতেই গোটা স্টেডিয়াম কোহলি কোহলি শব্দে ভরে ওঠে কিন্তু এদিন ব্যাট হাতে হতাশ করলেন কোহলি। ব্যাটিং করতে নেমে শুরুতেই একটা দুর্দান্ত কভার ড্রাইভ এর চার মারেন কোহলি। অনেকেই ভেবেছিল এই ম্যাচেও তাহলে ফের একবার বিরাট ঝড় দেখা যাবে কিন্তু চার রান করে আউট হয়ে গেলেন বিরাট।

অফ স্ট্যাম্পের বাইরের একটি বল খেলবেন, কী ছাড়বেন এই দোটানায় ব্যাটের কানায় বল লাগিয়ে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে যান বিরাট। এই ম্যাচে চার রান করে বিরাট আউট হওয়ায় ২০১২ সালের পর এই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর করলেন বিরাট। ২০১২ সালে চেন্নাইতে সেই ম্যাচে পাঁচ বলে শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট।