নজরে আয়ারল্যান্ড সফর! আসন্ন সিরিজে ভারতীয় দলের প্রধাণ কোচ হবেন ভিভিএস লক্ষ্মণ

আয়ারল্যান্ড সফরে ভারতীয় (India) দলের প্রধান কোচ হতে চলেছেন জাতীয় ক্রিকেট একাডেমি প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য এখনও দল ঘোষণা করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে শুধুমাত্র হার্দিক পান্ডেয়াই দলের নেতৃত্ব দেবেন। ইতিমধ্যেই দলের সঙ্গে রয়েছেন নির্বাচক কমিটির সদস্য সলিল আনকোলা। তবে এই সিরিজে নিয়মিত প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং তার সহকর্মী সাপোর্ট স্টাফ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ পারস মামব্রেকে দেখা যাবে না।

আরো পড়ুনঃ “আমি অধিনায়কত্ব উপভোগ করেছি!” বিপক্ষ দলকে হারিয়ে দলীপ জিতে এমনটাই বললেন হনুমা বিহারী

বর্তমানে ভারতীয় দল ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে। এরপরেই শুরু হবে আয়ারল্যান্ড সফর, এটি শেষ হতেই চিনের হ্যাংজুতে এশিয়ান কাপ খেলতে যেতে হবে ভারতীয় দলকে। উনিশতম এশিয়ান গেমসে ভারতের তরুণ ক্রিকেটারদের দল দিয়েই খেলানো হবে। অন্যদিকে অক্টোবর মাসেই আবার ওডিআই ম্যাচ রয়েছে।

VVS Laxman with Hardik Pandiya

সব মিলিয়ে একের পর এক ম্যাচ রয়েছে ভারতীয় দলের। তাই দলের সদস্যদের শিডিউল সমস্যা এড়াতেই টিমে অদল বদল করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরেও রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড সফরে ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) কে প্রধান কোচের ভূমিকায় দেখা গিয়েছে। তাই এবারেও অন্যথা হচ্ছে না, আয়ারল্যান্ড সফরে সিতাংশু কোটক ও হৃষিকেশ কানিটকারের একজন ব্যাটিং কোচের দায়িত্ব পেতে পারেন। তবে সাইরাজ বাহুটুলে ও ট্রয়  কুলির মধ্যে যে কোনো একজন বোলিং কোচের দায়িত্ব পালন করতে পারেন বলে জানা গিয়েছে। 

আরো পড়ুনঃ ভারতের মুসলিমরা পাকিস্তানকে সমর্থন করবে! বিশ্বকাপের আগে ভারতকে চাপে ফেলল পাক তারকা

আসন্ন আয়ারল্যান্ড সফরে কে এল রাহুল ফিরবে কি না কোনো নিশ্চয়তা নেই, তবে জসপ্রীত বুমরাকে দলে দেখা যেতে পারে। এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া শ্রেয়াস আইয়ার থাকবে কি না তাও সঠিক করে বলা যাচ্ছেনা। ভারতকে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে। ১৮ আগস্ট, ২০ এবং ২৩ আগস্ট ডাবলিনে এই টি-টোয়েন্টি ম্যাচগুলি অনুষ্ঠিত হতে চলেছে বলে সূত্রের খবর।