ঋষভ পন্থের জীবন বাঁচানোয় বাস ড্রাইভার সুশীল কুমারকে ধন্যবাদ জানালেন ভিভিএস লক্ষ্মণ, বললেন…

শুক্রবার ভোর ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে কোন দুঃস্বপ্নের চেয়ে কম নয়। কারণ সেদিন সকালে ঘুম থেকে উঠেই ভারতীয় ক্রিকেট ভক্তরা খবর পেলেন তাদের সকলের প্রিয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন।

বাংলাদেশ সফর শেষ করে ভারতীয় দলের সঙ্গে দেশে ফিরে এসেছিলেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। দেশে ফিরে এসে নতুন বছরের ছুটি কাটানোর জন্য দিল্লি থেকে নিজেই গাড়ি চালিয়ে তার বাড়ি উত্তরাখন্ডে ফিরে যাচ্ছিলেন পন্থ (Rishabh Pant)।

বাড়ি যাবার পথে দিল্লি দেরাদুন হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার স্বীকার হন ঋষভ পন্থ (Rishabh Pant)। গুরুতর আহত হওয়ায় তাঁকে ভর্তি করা হয় দেরাদুনের একটি হাসপাতালে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।

এদিন হয়তো ঋষভ পন্থের আরও বড় কোনো দুর্ঘটনা হতে পারত যদি সেখানে উপস্থিত না হতেন সেখানকার স্থানীয় মানুষ। সেখানকার স্থানীয় মানুষ পন্থকে সেই দুর্ঘটনা থেকে উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করেন। তবে পন্থকে উদ্ধারকার্যে সবথেকে বড় ভূমিকা পালন করেছিলেন বাস ড্রাইভার সুশীল কুমার।

 

এই বাস ড্রাইভার সুশীল কুমার জন্যই সঠিক সময়ের ঋষভ পন্থ কে উদ্ধার করা হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে ভারতীয় ক্রিকেট ভক্তরা সুশীল কুমারকে ধন্যবাদ জানাতে শুরু করেন। এবার সুশীল কুমার কে ধন্যবাদ জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএক্স লাক্সমান। টুইট করে ভিভিএক্স লাক্সমান লিখেছেন, ” সুশীল জি যিনি পেশায় একজন বাস ড্রাইভার। তিনি এইদিন পন্থকে জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আপনাকে অনেক ধন্যবাদ ঋষভ পন্থের জীবন বাঁচানোর জন্য।”