ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত (India)। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারত হারলেও সিরিজের তৃতীয় এবং চতুর্থ ম্যাচ জিতে কামব্যাক করেছিল টিম ইন্ডিয়া। পঞ্চম ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।
Innings Break!
Suryakumar Yadav scored a cracking 6⃣1⃣ as #TeamIndia posted 1⃣6⃣5⃣/9⃣ on the board in the T20I series decider!
Over to our bowlers now 👍 👍
Scorecard ▶️ https://t.co/YzoQnY6OpV#WIvIND pic.twitter.com/W8Hkz3iZC9
— BCCI (@BCCI) August 13, 2023
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি চেয়েছিলেন প্রথমে ব্যাটিং করে নিজেদের চ্যালেঞ্জের সামনে ফেলতে কিন্তু ডাহা ব্যর্থ হল টিম ইন্ডিয়া। গত ম্যাচে ভারতের যে দুই ওপেনার একাই ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন। শুরুতেই তারা আউট হলেন।
পাঁচ রান করেন যশস্বী জয়সওয়াল। ৯ রান করেন শুভমান গিল। ব্যর্থ হলেন ভারতের অন্যান্য ব্যাটসম্যানরাও। অধিনায়ক হার্দিক পান্ডিয়া করলেন ১৮ বলে ১৪ রান। তবে সূর্য কুমার যাদবের ৪৫ বলে ৬১ রান এবং তিলক বর্মার ২৭ রানে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে ১৬৫ রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পাঁচ বলে দশ রান করে কাইল মেয়ার্স আউট হয়ে গেলেও দুর্দান্ত ব্যাটিং করেন ব্রান্ডন কিং এবং নিকোলাস পুরান। ৩৫ বলে ৪৭ রান করে নিকোলাস পুরানো আউট হয়ে যান। তবে ৫৫ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন ব্রান্ডন কিং। ভারতকে ৮ উইকেটে এই ম্যাচ হারিয়ে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।
#TeamIndia put in a fight but it was West Indies who won the fifth & final T20I to win the series 3-2.#WIvIND pic.twitter.com/19KVS0MBHJ
— BCCI (@BCCI) August 13, 2023
পরের বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পথে হাটতে গিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে। তবে ভারতের এই পরীক্ষা নিরীক্ষা ডাহা ফেল হল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট বুঝে গিয়ে এই দল নিয়ে মোটেও বিশ্বকাপের মঞ্চে নামা যাবে না।