নজরে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সফর! জানুন কবে, কোথায়, কিভাবে দেখবেন ম্যাচের সম্প্রচার

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে ভারত (India) দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। চলতি মাসে  ডমিনিকার উইন্ডসর পার্কে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। ১২ জুলাই থেকে ১৬ই জুলাই এর মধ্যেই এই টেস্ট ম্যাচ হবে। আসন্ন এই ম্যাচ নিয়ে বহুদিন ধরেই ক্রিকেট ভক্তদের জল্পনা ছিলো। অবশেষে সেই জল্পনার অবসান হতে চলেছে। ডব্লুটিসির ম্যাচের পর ভারত আবারো একটা বড় ম্যাচের সাক্ষী হতে চলেছে।

আরো পড়ুনঃ অনবদ্য ম্যাচ স্ট্র্যাটেজি! আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ফের ঝড় তুলবেন টিম ইন্ডিয়ার দুর্দান্ত ক্রিকেটার সূর্যকুমার যাদব

তাই আসন্ন ম্যাচে ভারতও কেমন পারফর্ম করবে সেই নিয়েও একটা উত্তেজনা তো রয়েই গেছে। সব মিলিয়ে যত সময় এগোচ্ছে ততোই বাড়ছে উন্মাদনা। ভারতের এই ম্যাচে টিমে থাকছে রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে,  কেএস ভরত (উইকেটরক্ষক), ঋতুরাজ গায়কওয়াড়, রবীন্দ্র জাদেজা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন,  নবাব ঠাকুর, শার্দুল ঠাকুর,। মুকেশ কুমার, মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট।

Ind vs WI match

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) র টিমে থাকছে ক্রেইগ  ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), অ্যালিক আথানাজ, জেসন হোল্ডার, রাহকিম কর্নওয়াল, জোশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, তেজনারিন চন্দরপল,  আলজারি জোসেফ, কার্ক ম্যাকেঞ্জি, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারকান। প্রথম টেস্ট শুরু হবে ভারতীয় সময়ে সন্ধ্যে ৭.৩০ মিনিটে।

আরো পড়ুনঃ “একা রোহিতের সমালোচনা করা অন্যায়!”, ডব্লুটিসি ম্যাচ নিয়ে রোহিত শর্মার বিরুদ্ধে তীব্র নিন্দার জবাব দিলেন হরভজন সিং

এই সিরিজের ম্যাচগুলি দেখার জন্য অনলাইনে জিও সিনেমায় বিনামূল্যে দেখা যেতে পারে। অথবা ফ্যানকোড অ্যাপের মাধ্যমে দেখতে পারেন, অবশ্য এই অ্যাপটি ফ্রি নয়। একটি নির্দিষ্ট মূল্যের প্যাকেজ থাকলে তবেই ম্যাচ দেখা যাবে। অন্যদিকে টিভিতে লাইভ সম্প্রচার দেখতে হলে ডিডি স্পোর্টস চ্যানলটিতে মিলবে সরাসরি সম্প্রচার। অবশ্য ডিডি স্পোর্টস ম্যাচটি বিভিন্ন ভাষায় সম্প্রচার করবে।