দ্বিতীয় টেস্টে ভারতকে ফাঁসাতে এই স্পিনারকে দলে নিল ওয়েস্ট ইন্ডিজ, চাপে রোহিতরা

১২ ই জুলাই ডোমিনিকায় প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত (India) এবং ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। সেই ম্যাচে ভারতের কাছে ইনিংস এবং ১৪১ রানের ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপরই চড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এবার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে নেওয়া হল এমন একজন স্পিনারকে, যিনি সম্প্রতি বল হাতে কার্যত বিপক্ষের ঘুম উড়িয়ে দিচ্ছেন।

Kevin Sinclair

প্রথম টেস্টে ভারতের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে সমতা ফেরাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ দল। আর সেই কারণেই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ। এই দলে প্রথম টেস্টের বেশিরভাগ ক্রিকেটার থাকলেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন এক স্পিনারকে।

আরও পড়ুন:- দ্বিতীয় টেস্টে ধোনিকে টপকে সচিনের রেকর্ড ছুতে চলছেন বিরাট কোহলি

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে একেবারেই হতাশা জনক পারফরম্যান্স করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রাইমন রেইফার। কোন উইকেট না নিয়ে প্রথম ইনিংসে মাত্র ২ রান এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ১১ রান করেন তিনি। তারপরই তাকে দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ দেওয়া হল। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ২৩ বছর বয়সী স্পিনার কেভিন সিনক্লেয়ারকে (Kevin Sinclair)।

আরও পড়ুন:- ‘এই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গর্ব করার কিছু নেই’, ফের রোহিতদের ঠুকলেন গাভাস্কার

ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দল সাফল্য না পেলেও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন কেবিন সিনক্লেয়ার। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সেই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। আর তারপরেই তাকে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের দলে নেওয়া হল। সব কিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় টেস্টে রাকিম কর্নওয়ালের সঙ্গে জুটি বেঁধে ভারতের বিরুদ্ধে নামতে চলেছেন সিনক্লেয়ার।

Kevin Sinclair

এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল:-
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), আলিক আথানঞ্জে, তেজ নারিন চন্দ্রপল, রাকিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কার্ক ম্যাকেঞ্জি, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।