একদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ (T-20 World Cup 2022) এর জয় দিয়ে অভিযান শুরু করলো নিউজিল্যান্ড। অপরদিকে, অস্ট্রেলিয়া নিজের হার দিয়ে টুর্নামেন্টে প্রবেশ করলো। ঘটনা হল সেই ২০০৯ সালে অর্থাৎ দীর্ঘ ১৩ বছর পর সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে তাঁদের মাঠেই হারালো নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের হারিয়ে জয় ছিনিয়ে নিয়ে খুশি কিউয়ি অধিনায়ক। তবে কিভাবে তাঁদের কাছে এই বড় হাসিল বিবৃতি দিলেন কেন উইলিয়ামসন।
অস্ট্রেলিয়ার মাটিতে যে অস্ট্রেলিয়াকে হারানো সত্যিই খুব কঠিন তা দীর্ঘদিন নিউজিল্যান্ডের কাছে বহুবার প্রমান হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এবার সে রাস্তা বদলে দিলেন অধিনায়ক উইলিয়ামসন। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে অন্যরকম ভাবে সফর করলেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে তাঁদের দেশে হারিয়ে কিউয়িদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ঘটনাচক্রে এটিই তাঁদের ২০০৯ সালের ফেব্রুয়ারীর পর দীর্ঘ ১৩ বছর বাদ তাঁদের মাটিতে জয়।
প্রথম ম্যাচেই (Australia Vs New Zealand) জয় ছিনিয়ে নিয়ে অধিনায়ক উইলিয়ামসন বলেন, “এটা এমন একটা দিন ছিল যা সবকিছু ঠিকঠাক হয়েছে। প্রথমেই শুরুটা ভালো করেছো ওপেনাররা। তার পরের কাজটা করে দিয়েছে পরবর্তী ব্যাটাররা। যদিও এই পিচে রান অত সহজ ছিল না।” উইলিয়ামসনের মতে, কালকের দিনটা ছিল ওদের জন্য।
ব্যাটিংয়ের পাশাপাশি তিনি দলের বোলিং ও ফিল্ডিং নিয়েও প্রশংসা করেছেন অধিনায়ক। উইলিয়ামসন বলেন, বোলাররা দারুন বল করেছে। বোলাররা সময়ের কাজ সময়ে করেছে। ঠিক যেভাবে করা উচিত ঠিক সেই ভাবে। এর পাশাপাশি ফিল্ডিংটাও ছিল সেরা। ফিল্ডাররা বেশ কয়েকটি ভালো ক্যাচ নিয়েছে। তার মধ্যে ফিলিপসের ক্যাচটি ছিল অতুলনীয়।
টুর্নামেন্টের শুরুতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে কিউয়িদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এরপর অস্ট্রেলিয়া প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, “অস্ট্রেলিয়া কতটা ভালো দল আমরা জানি। অস্ট্রেলিয়াকে হারানো খুব কঠিন তাও আবার ওদের মাঠে। অস্ট্রেলিয়াকে হারিয়ে এখন সবার আত্মবিশ্বাস বেড়েছে। এর পরের ম্যাচগুলোতেও এই ভাব পারফরমেন্সে আমরা খেলতে চাই।