আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, তারপরেই ‘Asia Cup 2022’ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ ২৮ই অগাস্ট রবিবার অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) হাইভোল্টেজ ম্যাচ। অধীর আগ্রহে অপেক্ষা করছে দুই দেশের সমর্থকরা। এদিকে উভয় দল নিজেদের প্রস্তুত করছেন ২২ গজে লড়াইয়ের জন্য। জানিয়ে রাখি, টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের পয়েন্ট টেবিলের এক ধাপ এগিয়ে নিয়েছে। এই নিবন্ধে আমরা আপনাকে জানাবো কখন, কোথায়, কোন চ্যানেলে ম্যাচটি দেখতে পাবেন এবং দুই দলের সম্ভাব্য একাদশ।
অনুষ্ঠিত ম্যাচটি কবে:-
ভারত ও পাকিস্তানের এই জমজমাট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ২৮ই অগাস্ট। অর্থাৎ ম্যাচটি আজই শুরু হতে চলেছে।
এই ম্যাচ কোথায় হচ্ছে :-
আমরা আপনাকে বলি ভারত ও পাকিস্তানের জমজমাট ম্যাচটির লাইভ হবে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে। উভয় দল এখন স্টেডিয়ামে উপস্থিত।
কখন শুরু হবে এই ম্যাচ :-
ভারত ও পাকিস্তানের এই হাইভোল্টেজ ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। খেলা শুরুর সময় 7:30 IST (14:00 GMT)।
কোন চ্যানেলে দেখতে পাবেন এই ম্যাচ :-
‘এশিয়া কাপ ২০২২’ ভারতে লাইভ সম্পচার করবে DD Sports এবং Star Sports। এছাড়া স্মার্টফোন ব্যবহারকারীরা ‘ডিজনী প্লাস হটস্টারে’ লাইভ ম্যাচ দেখতে পারেন।
ভারতের সম্ভাব্য একাদশ (Playing xi):-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), কে এল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, ভুবেনেশ্বর কুমার, আরশদিপ সিং, আভেশ খান।
এছাড়া বেঞ্চস প্লেয়ার:- দীনেশ কার্তিক, রবি বিষ্ণুই, দীপক হুন্ডা, শ্রয়াস আইয়ার, দীপক চাহার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্র অশ্বিন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ (Playing xi):-
বাবর আজম (ক্যাপ্টেন), ফখর জামান, আসিফ আলী, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, হারিস রয়ফ, মোহাম্মদ হাসনাইন, উসমান কাদির, নাসিম শাহ/শাহণওয়াজ দাহানি।
এছাড়া বেঞ্চস প্লেয়ার:- হায়দার আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসীম জুনিয়র,