ওয়ানডে বিশ্বকাপ জয়ের দাবিদার কোন দল? জানিয়ে দিলেন কপিল দেব

আর কয়েক মাসের অপেক্ষা। তারপরই ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এবারের ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। এবার যেহেতু ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে তাই ভারতীয় দলের কাছে প্রত্যাশা অনেক বেশি। দীর্ঘ ১২ বছর পর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আসর বসতে চলেছে।

Kapil Dev

আগামী ৫ ই অক্টোবর শুরু হচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। প্রথম ম্যাচেই মাঠে নামবে গত বারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে ৭ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১৫ ই অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত (India) এবং পাকিস্তান (Pakistan)।

আরও পড়ুন:- বিরাটের টেস্ট কেরিয়ার শেষ করতে বড়সড় ষড়যন্ত্র করল রোহিত, ক্ষোভে ফুঁসছে বিরাট ভক্তরা

এবার ভারতের ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। এদিন কপিল দেব বলেন, ” বিশ্বকাপে কি হতে চলেছে সেটা এখন থেকেই বলা সম্ভব নয়। এখনো ভারতীয় দল নির্বাচন হয়নি। তবে আমি মনে করি ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের দাবিদার হয়েই মাঠে নামবে ভারতীয় দল। বহু বছর ধরে তেমনটাই হয়ে আসছে।”

আরও পড়ুন:- ফাঁস হয়ে গেল শুভমান-সারার গোপন চ্যাট, দেখুন ভাইরাল স্ক্রিনশট

এছাড়াও কপিল দেব বলেন, ” চার বছর অন্তর বিশ্বকাপ ফিরে আসে। এবার ভারতের ঘরের মাঠে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। ঘরের মাঠে আমরা একবার বিশ্বকাপ জিতেছি। আমি মনে করি যারা বিশ্বকাপের দলে সুযোগ পাবে তাদের মধ্যে ভারতকে বিশ্বকাপ জেতানোর ক্ষমতা রয়েছে। সব কিছু নির্ভর করবে একটা ব্যাপারের উপরে। সেটা হল, সব দিক থেকে আসা প্রত্যাশা কী ভাবে সামলায় দলটা।’’

Indian Cricket Team

এছাড়াও যাশপ্রীত বুমরার বিশ্বকাপের দলের সুযোগ পাওয়া নিয়ে কপিল দেব বলেছেন, “ও দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছে। জানিনা ওর চোটের কি পরিস্থিতি তবে বিসিসিআইয়ের উচিত ক্রিকেটারদের সাস্থ্যের দিকে বাড়তি নজর দেওয়া। আমাদের সময় এমনটা ছিল না। তখন ক্রিকেট কম হত কিন্তু এখন ক্রিকেটারদের প্রায় দশ ম্যাচ ক্রিকেট খেলতে হয়। তাই ক্রিকেটারদের নিজেদের ফিটনেস এর দিকে বাড়তি নজর দেওয়া উচিত।”