আগামী ৩০ শে আগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ (Asia Cup)। এবার এশিয়া কাপের ম্যাচগুলি হতে চলেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মাটিতে। ২ সেপ্টেম্বর এশিয়া কাপের অভিযানে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন ভারতীয় ক্রিকেটাররা। এশিয়া কাপে ভারতের ওপেনিং জুটি কেমন হবে, কে নামবে চার নম্বরে? এই নিয়েই অনুশীলন চলছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। এরই মধ্যে এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ওপেন জুটি কেমন হতে চলেছে তার ইঙ্গিত পাওয়া গেল।
বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় ক্রিকেটাররা অনুশীলন করছেন। মূলত ব্যাটিং অর্ডার অনুযায়ী অনুশীলন করতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। বিশেষ সূত্রে জানা গিয়েছে অনুশীলনের শুরুতেই নামছেন রোহিত শর্মা এবং শুভমান গিল। অর্থাৎ এর থেকে এটাই স্পষ্ট যে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ওপেনিং জুটি হতে চলেছেন রোহিত শর্মা ও শুভমান গিল।
রোহিত, শুভমান ব্যাটিং করার পরই দ্বিতীয় জুটি হিসেবে নেটে অনুশীলন করছেন বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। অর্থাৎ এশিয়া কাপে বিরাট তিন এবং শ্রেয়স আইয়ার ৪ নম্বরে ব্যাটিং করতে নামবেন। চোটের আগে ভারতের চার নম্বর পজিশনে শ্রেয়সই খেলতেন। তাই চোট সারিয়ে দলে ফেরায় তাকেই সেই স্থানে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এছাড়াও ভারতের হয়ে পাঁচ ও ছয় নম্বরে ব্যাট করতে নামেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। তবে এই দুজনের মধ্যে একজন ব্যাটারই প্রথম একাদশে সুযোগ পাবেন। কারণ তারপরই রয়েছে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার মতো দু’জন অলরাউন্ডার। তবে ঈশান কিষান সহ আরও বেশ কয়েকজন ব্যাটসম্যান রয়েছে ভারতীয় দলে, তাই এখনই প্রথম একাদশ নিয়ে কোন মন্তব্য করেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।