চেতন শর্মার পরিবর্তে নির্বাচন কমিটির নতুন চেয়ারম্যান কে হতে চলেছেন, দেখুন আবেদন কারীদের দৌড়ে কে এগিয়ে?

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জাজনক হারের পর ভারতীয় ক্রিকেট (Indian Cricket) শিবিরে সমালোচনার শেষ নেই। রোহিতের অধিনায়কত্ব থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচন কমিটি সব কিছু নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। সম্প্রীতি, নির্বাচন কমিটির চেয়ারম্যান চেতন শর্মার (Chetan Sharma) পরিবর্তে আসতে চলেছে নতুন মুখ। আসুন জানা যাক পুরো খবর!

Chetan sharma

গত শুক্রবার BCCI নির্বাচন কমিটির চেয়ারম্যান (Team India Election Chairman) চেতন শর্মাকে বরখাস্ত করেছে। যেমনটা গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হারার পর বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর দায়িত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল। ঠিক এবারের বিশ্বকাপের পর এমনটাই হল চেতন শর্মার সাথে। যদিও আগেই বলা হয়েছিল ভারত t-২০ বিশ্বকাপ না জিতলে টিম ইন্ডিয়ার জন্য খুব খারাপ হবে। এখন ব্যাপার হল চেতন শর্মার পরিবর্তে কে আসতে চলেছে তার জায়গায়।

 

মনে করা হচ্ছে চেতন শর্মার পরে, ভারতের প্রাক্তন ফাস্ট বোলার অজিত আগরকার (Ajit Agarkar) নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হতে পারেন। কারণ এর আগেও অজিত আগরকার এই নির্বাচক কমিটির চেয়ারম্যান পদের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তখন সুযোগ পাননি। আরও বিশেষ কিছু মুখ সামনে এলেও তাকেই দৌড়ে তাকে সবচেয়ে এগিয়ে দেখা যাচ্ছে। যদিও এ ব্যাপারে কোন অফিসিয়ালি তথ্য সামনে আসেনি। BCCI-র এক কর্মকর্তা জানিয়েছেন, এ নিয়ে অজিত আগরকারের সাথে এখনও কথা হয়নি।

Ajit Agarkar

BCCI-র এই পদ খুবই গুরত্বপূর্ন। একটি দলের সামঞ্জস্য ও দলের ভারসাম্যর দিকে নজর রাখার গুরুদ্বায়িত্ব পালন করতে হবে।যারা আবেদন করবেন নির্বাচক কমিটির আবেদনের জন্য বেশকিছু শর্ত দিয়েছে! যার মধ্যে

১. ৭টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

২. ৩০ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা ক্রিকেটার হতে হবে।

৩. ১০টি ODI এবং ২০টি T-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

একই সঙ্গে, অজিত আগরকর তিনটি ফরম্যাটেই ক্রিকেট খেলেছেন। যেখানে তিনি ২৬টি টেস্ট ম্যাচ খেলে ৫৮ উইকেট নিয়েছেন। এছাড়া ১৯১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন যেখানে ২৮৮টি উইকেট নিয়েছেন। এছাড়া তার t-20 তেও খেলার দারুন অভিজ্ঞতা রয়েছে।