‘ভাগ্যিস আগে বল করেছি’, ম্যাচ জিতে কেন এমন কথা বললেন রোহিত?

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত (India) এবং ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মধ্যে একদিনের সিরিজ। প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে ভারত (India)। এই ম্যাচে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। যার ফলে সহজ জয় পেয়েছে রোহিত শর্মারা (Rohit Sharma)

এদিন টসে হেরে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ২৩ ওভারে ১১৪ রান করে অলআউট হয়ে যায়। সেই রান তুলতে ২২.৫ ওভার নেয় ভারত। কিন্তু ভারতের পাঁচ উইকেট পরে যায়। ম্যাচ শেষে পিচ নিয়ে বেশ কিছু কথা বলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)

আরও পড়ুন:- ফের টিম ইন্ডিয়ার দরজায় কড়া নাড়লেন ২১ বছরের এই খেলোয়াড়, কবে করুণা করবেন নির্বাচকরা?

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিজের এই সিদ্ধান্তের জন্য ম্যাচ শেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন রোহিত শৰ্মা।

আরও পড়ুন:- 40 বছর বয়সী এস. শ্রীশান্ত ম্যাচের হিরো, ম্যাচ কেড়ে নিলেন শেষ ওভারে, ভিডিও প্রকাশ

ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ” এই পিচে বোলারদের জন্য অনেক কিছু ছিল। স্পিন এবং ফাস্ট বোলাররা এই পিচ থেকে সাহায্য পেয়েছে। আমাদের বোলাররা দারুণ বল করেছে এবং ১১৫ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে আটকে রেখেছিল। আর সেই কারণেই এই ম্যাচে তরুণদের আগে সুযোগ দিলাম। তবে বারবার এমন সুযোগ আসে না, এই সমস্ত সুযোগ কাজে লাগানো উচিত।”
এই ম্যাচে রোহিত এবং বিরাট ব্যাটিং করতে না এসে সূর্য কুমার যাদব, শুভমান গিলকে ব্যাটিং করার সুযোগ দিয়েছিলেন। ঈশান ৫২ রান করলেও ব্যর্থ হলেন সূর্য কুমার, গিল।

এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক করেন বাংলার মুকেশ কুমার। মুকেশ প্রসঙ্গে রোহিত বলেন, ” মুকেশের বলে গতি আছে। সেই সঙ্গে ও বল দারুণ সুইং করাতে পারে। ঘরোয়া ক্রিকেটে আমি মুকেশের খেলা খুব বেশি দেখিনি কিন্তু আমার বিশ্বাস ও ভারতের হয়ে নিজের সেরাটা দেবে।”