টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ার সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। অস্ট্রেলিয়া ও ভারত (India vs Australia) সিরিজের গতকাল ছিল প্রথম ম্যাচ। এই ম্যাচে দেখা গেল রোহিতের (Rohit) একই ভুল। কেন বারবার একই ভুল? এই প্রশ্ন জোরালো হলো ভক্তদের মনেও। এশিয়া কাপেও একই ভুল করার পর আবারও ১৯ তম ওভারে ভুবেনশ্বর কুমারের (Bhuvneshwar kumar 19th over) হাতে বল। যা জেতার আশা যতটুকু বেঁচে ছিল ১৯ তম ওভারে সেটুকুও আর রইলো না।
২০৯ রানের বিশাল টার্গেট নিয়ে খেলতে নামলেও অস্ট্রেলিয়া ১৮ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে নিয়েছিল। শেষ ২ ওভারে জেতার জন্য তাঁদের কাছে দরকার ছিল ১৮ রান। তারপর তারপরের ওভার অর্থাৎ ১৯ তম ওভারে সেই ভুবেনশ্বর কুমারকেই বল। আর বল হাতে সেই ওভারেই ম্যাচ শেষ করে দিল ভুবনেশ্বর কুমার।
ভুভি ডেথ ওভারে বল করতে এসে প্রথমেই ওয়াইড, তারপরের ৩ বলে ৩ রান, তারপর শেষ তিন বলে হ্যাট্রিক ৪ খেলো। সব মিলিয়ে তিনি ১৯ তম ওভারে মোট ১৬ রান দেন। ম্যাচ তখনই শেষ হয়ে গিয়েছে, অস্ট্রেলিয়ার কাছে জেতার জন্য ৬ বলে মাত্র ২ রান। শুধু তাই নয় ভুবনেশ্বর কুমার এই ম্যাচে একটিও উইকেট না নিয়ে ৪ ওভারে ৫২ রান খরচ করে।
ভুভির নিজের ডেথ ওভার ও দলের জন্য ১৯ তম ওভার যে কতটা খারাপ শুধু এই ম্যাচেই নয়। এর আগে এশিয়া কাপেও তার জলজ্যান্ত প্রমান পাওয়া গেছে। এশিয়া কাপের সুপার ফরে ১৯ তম ওভারে এসে ভুবনেশ্বর বল হাতে ঠিক এমনটাই করেছিলেন। প্রথমে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ১৯ তম ওভার একটি ছক্কা ও দুটি চার খেয়ে ১৯ রান দিয়েছিলেন। যেখানে পাকিস্তানের জেতার জন্য দু-ওভারে ২৬ রান দরকার ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচ শেষ হয়েছিল ১৯ তম ওভারেই। তারপরেই শ্রীলংকার বিরুদ্ধে ১৯ তম ওভারে একই অবস্থা। ওই ম্যাচে শ্রীলংকার জেতার জন্য শেষ দু-ওভারে ২১ রান দরকার ছিল। সেখানে ভুভি ১৯ তম ওভারে বল হাতে ১৪ রান দিয়েছিলেন। যদি এশিয়া কাপে ভুভি বল হাতে ১৯ তম ওভারে কম রান দিতেন তাহলে হয়তো খেলার মোড় ঘুরে যেত।
ভুবনেশ্বর কুমারের এই পারফরম্যান্স মোটেও ভালো চোখে দেখছে না ক্রিকেট বিশেষজ্ঞ ও ভক্তরা। নাই বলে কোন চেঞ্জিং, না কোন নতুন ধরনের বল। ভুবেনশ্বর কুমারের এই পারফরম্যান্স টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। রোহিতের কাছেও এখনো ভুল শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। এদিকে দলের স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে রয়েছে মোহাম্মদ শামি। ভুভির এই ধারাবাহিকতার কারণে মোহাম্মদ শামির কপাল খুলতে পারে।