হটাৎ কার্তিককে বাদ দিয়ে কেন ঋষভ পন্থ? চমকে দেওয়া উত্তর দিলেন রাহুল দ্রাবিড়

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে ছিলেন দীনেশ কার্তিক (Dinesh karthik)। তবে শেষ ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে দীনেশ কার্তিককে বসিয়ে প্রথম একাদশ সুযোগ দেওয়া হয়েছিল ঋষভ পন্থ কে (Rishabh Pant)। আর এই ম্যাচে ভারত নেদারল্যান্ডকে 71 রানে হারিয়ে সেমিফাইনালে চলে গেল।

এই ম্যাচে হঠাৎ করেই প্রতিটি ম্যাচে খেলা দীনেশ কার্তিককে (Dinesh karthik) বসিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো দলে নেওয়া হয়েছিল ঋষভ পন্থকে (Rishabh Pant)। যদিও এই ম্যাচে ৫ বলে মাত্র ৩ রান করেই আউট হয়ে যান ঋষভ পন্থ (Rishabh Pant)। এই প্রসঙ্গে অনেকেই অনেক প্রশ্ন করেছেন। এবার এই প্রসঙ্গে সরাসরি উত্তর দিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

এই ম্যাচে ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরুতে বেশ কয়েকটি ভালো শর্ট খেললেও বড় শর্ট মারতে গিয়ে খারাপ ভাগ্যের কারনে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ঋষভ পন্থ। এইদিন ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, “আমরা এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে চেয়েছিলাম কারণ প্রথম ব্যাটিং নিলে পুরো কুড়ি ওভার খেলার সুযোগ পাওয়া যেত। আর এখানে আমাদের ব্যাটসম্যানরা নিজেদের মতো করে ব্যাটিং করার সুযোগ পেত। আর তাই টসে জিতে প্রথমে ব্যাটিং করা সিদ্ধান্ত নিই।”

এরপরেই ঋষভ পন্থ প্রসঙ্গে প্রশ্ন করলে রাহুল দ্রাবিড় বলেন, ” দীনেশ কার্তিক একজন দারুন খেলোয়াড়। ও বিশ্বকাপে ভালই খেলছে কিন্তু তার সত্বেও আমরা শেষ ম্যাচে দীনেশ কার্তিককের পরিবর্তে পন্থকে দলে নিয়েছি। কারণ আমরা বিশ্বকাপের নক আউট পর্বের আগে দলের প্রত্যেকটি বিকল্পকে তৈরি রাখতে চেয়েছি। যদি কোন কারণবশত দীনেশ কার্তিক খেলতে না পারে তাহলে সরাসরি ঋষভ পন্থকে খেলানো যাবে। এক্ষেত্রে তার আগে ঋষভ পন্থ একটি ম্যাচ খেলিয়ে তৈরি রাখা হল।”

এছাড়া ঋষভ পন্থকে দলে নেওয়ার প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন রাহুল দ্রাবিড়। তিনি বলেন, “আমাদের শুরু থেকে ৬ নম্বর পর্যন্ত প্রত্যেক ব্যাটসম্যানই ডানহাতি। ৭ নম্বরে নামা অক্ষর প্যাটেল একমাত্র বাঁহাতি ব্যাটার হলেও তিনি একজন আলরাউন্ডার। আর তাই শুরুতেই একজন বাঁ হাতি দক্ষ ব্যাটসম্যানের বিকল্প চাইছে টিম ইন্ডিয়া। তাই এই ম্যাচে ঋষভ পন্থকে দলে নেওয়া হয়েছিল।”