বেশ কয়েক মাস হয়ে গেল দেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে দেখা যাচ্ছে না ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli)। আইপিএলে পুরো টুর্নামেন্টেই খেলেছেন এই দুই তারকা ক্রিকেটার তবে দেশের হয়ে টিটোয়েন্টি ম্যাচ হলেই সরে দাঁড়াচ্ছে এই দুই সিনিয়র ক্রিকেটার।
এখনো পর্যন্ত ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে রয়েছেন রোহিত শৰ্মাই (Rohit Sharma)। রোহিতের অনুপস্থিটিতে এই মুহূর্তে সেই দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়ায়। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার দলের বাইরে থাকায় সম্পূর্ণ তরুণ ক্রিকেটারদের নিয়েই এই মুহূর্তে টি-টোয়েন্টি খেলছে ভারত।
আরও পড়ুন:- আজ মরণ-বাঁচন ম্যাচে একাধিক পরিবর্তন করবে ভারত, ফিরছে এই ভয়ঙ্কর জুটি
রোহিত বিরাট আইপিএল খেললেও দেশের হয়ে কেন টি-টোয়েন্টি খেলছেন না তারা এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত জানালেন কেন তারা টি-টোয়েন্টিতে খেলছেন না।
আরও পড়ুন:- IND vs WI: ক্যাপ্টেন হার্দিক পান্ড্য-এর ভুলই প্রমাণিত হল টিম ইন্ডিয়ার পরাজয়ের সবচেয়ে বড় কারণ
এদিন আমেরিকার একটি অনুষ্ঠানে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ” এই বিষয়ে এর আগেও আমরা কথা বলেছি। এই বছর যেহেতু ওয়ানডে বিশ্বকাপ রয়েছে তাই দলের সিনিয়র ক্রিকেটারদের পক্ষে সব ফরম্যাটে খেলা সম্ভব হচ্ছে না। ক্রিকেটারদের ওয়ার্কলোড বিষয়টি চিন্তা করে বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে টি-টোয়েন্টি ফরমেটে বিশ্রাম দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সেই তালিকায় আমিও রয়েছি।”
ভারতীয় দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার সব ফরমেটে দীর্ঘদিন ধরে খেলছেন। এই মুহূর্তে টানা ক্রীড়া সূচি থাকার কারণে তাদের শরীরকে বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন টি-টোয়েন্টি ফরমেটে পূর্ন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেই করতে চলেছে বিসিসিআই। আগামী কয়েক মাসের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে পারেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।