কাতার বিশ্বকাপের (Qatar Worldcup 2022) গ্রুপ পর্যায়ের ম্যাচের শেষদিন খেলায় পর্তুগালকে ২-১ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ কোরিয়ায় (Portugal Vs South Korea)। আর এই ম্যাচেই রোনাল্ডোর আচরণ ঘিরে তৈরী হয় জল্পনা। গতকাল বিরতির পর দ্বিতীয় রাউন্ডে রোনাল্ডোকে যখন মাঠ থেকে তুলে নেওয়া হয়, সেই সময় তাঁকে কড়া মেজাজে দেখা গিয়েছিল। তাকে ম্যাচ চলাকালীন তুলে নেওয়াতে বেশ ক্ষুব্ধ হয়েছিলেন। তবে তার ক্ষুব্ধ হওয়ার পিছনে রয়েছে কি কারণ? কেন এমন কান্ড একথা তিনি নিজেই শেয়ার করেছেন। আসুন জানা যাক রোনাল্ডোর (Cristiano Ronaldo) রেগে যাওয়ার আসল কারণ।
প্রসঙ্গত, খেলা তখন ৬৫ মিনিটে, রোনাল্ডোর পরিবর্তে ফার্নান্দো স্যান্টোসকে নামানোর সিদ্ধান্ত নেই কোচ। তিনিও সিদ্ধান্ত অনুযায়ী মাঠ ছাড়তে দ্বিধাবোধ করেন না। আসল ঘটনা এই খানেই, যখন তিনি মাঠ ছাড়েন বিপক্ষ দলের এক খেলোয়াড় বচসায় জড়িয়ে পড়েন পুর্তুগিজ তারকার সঙ্গে। রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডোকে বলতে শোনা যায়, ‘আমার মাঠ ছাড়ার বড্ড তাড়া তোমার…’। এদিকে এই ঘটনায় শেষ পর্যন্ত ডিফেন্ডার পেপে-কে এসে হস্তক্ষেপ করতে হয়।
উল্লেখ্য, রোনাল্ডো যখন মাঠ ছেড়ে বাইরে আসছিলেন তখন নাকি তিনি খুব ধীর গতিতে মাঠ ছাড়ছিলেন। সেই সময় দক্ষিণ কোরিয়ার এক খেলোয়াড় এসে তাঁকে তাড়াতাড়ি মাঠ ছাড়তে বলেন। এই ঘটনায় রেগে যান রোনাল্ডো। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোনাল্ডো নিজেই এই কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, “আমি মাঠ ছাড়ার সময় এক কোরিয়ান প্লেয়ার এসে আমাকে তাড়াতাড়ি মাঠ থেকে বেরোতে বলে। আমিও ওকে চুপ করে থাকতে বলি।” রোনাল্ডোর কথায়, “আমি কীভাবে মাঠ ছাড়ব, তা বলার অধিকার নেই ওর। আমি যদি সত্যিই ধীর গতিতে আসতাম, তাহলে রেফারি আমাকে আগেই বলতে পারতেন।”
এদিকে রোনাল্ডোর পাশে দাঁড়িয়ে কোরিয়ান ফুটবলারকেই এক হাত নেন পর্তুগিজ কোচও। তিনি এই বিষয়ে বলেন, “রোনাল্ডোর কোরিয়ান ফুটবলারের উপর রেগে যাওয়ার ঘটনা সবাই দেখেছে। ওই ফুটবলার রোনাল্ডোকে অপমান করেছেন। CR7 কে তাড়াতাড়ি মাঠ ছাড়তে বলেন। সেই জন্যই মেজাজ হারান রোনাল্ডো।”