ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে খেলার পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিকে (Virat Kohli)। এই ম্যাচে বিরাট, রোহিতকে বিশ্রাম দেওয়ার মাশুল দিতে হল ভারতকে। বিরাট, রোহিতহীন ভারতকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা ওয়েস্ট ইন্ডিজের কাছে গো হারা হারতে হল।
A look at #TeamIndia's Playing XI for the 2nd ODI!@hardikpandya7 to lead the side today 👌
Follow the match – https://t.co/k4FosiRmuT#WIvIND pic.twitter.com/8wWBzdMrw7
— BCCI (@BCCI) July 29, 2023
এই ম্যাচে কেন খেলানো হল না বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma)? এই নিয়ে ম্যাচ শেষে প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট মহলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর দীর্ঘ এক মাস পুরোপুরি বিশ্রামে ছিল ভারতীয় ক্রিকেট দল। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর একটি ওয়ানডে ম্যাচ খেলেছে বিরাট এবং রোহিত। সেই ম্যাচেও ব্যাটিং করতে হয়নি তাদের। তারপরই দ্বিতীয় টেস্ট ম্যাচে কেন বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট রোহিতকে? এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।
আরও পড়ুন:- দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতকে গোহারা করল ওয়েস্ট ইন্ডিজ, ব্যর্থ বিরাট-রোহিতহীন ভারত
চাপের মুখে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানান এই সিদ্ধান্তের পিছনে এশিয়া কাপ নিয়ে বড় ভাবনা রয়েছে ভারতের। বেশ কিছু ক্রিকেটারদের নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্যই বিরাট, রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে।
আরও পড়ুন:- মাত্র ২৬ বলে ৮০ রান, জিম্বাবোয়ের টি-১০ লিগে ব্যাট হাতে তান্ডব করলেন ইউসুফ পাঠান
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোটের কারণে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসাধীন রয়েছে। সেই ক্রিকেটাররা কবে ভারতের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন সেই বিষয়ে সঠিক কোন খবর জানা নেই। তাই যে কোন খারাপ পরিস্থিতির জন্য ভারতীয় দলকে তৈরি রাখতে চাইছেন রাহুল দ্রাবিড়।
Head Coach Rahul Dravid explains #TeamIndia's selection in the second #WIvIND ODI 🔽 pic.twitter.com/65rZUtuIaV
— BCCI (@BCCI) July 29, 2023
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে রাহুল দ্রাবিড় বলেন, ” সামনে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। সেই কারণে আমরা প্রত্যেকটা খেলোয়াড়কে দেখে নিতে চাইছি। খেলোয়াড়দের দেখার জন্য আমাদের কাছে খুব বেশি ম্যাচ বাকি নেই। তাই যে কটা ম্যাচ রয়েছে সেই ম্যাচ গুলিতে তরুণদের সুযোগ দেওয়ায় আমাদের লক্ষ্য। এই মুহূর্তে দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার চোটের কারণে দলের বাইরে রয়েছে। যে কোন মুহূর্তে আমাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই এখন থেকেই খেলোয়াড়দের প্রস্তুত রাখতে চাইছি। সেই কারণে বিরাট, রোহিতের মতো ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে।”