গত বছর আইপিএল (IPL) এর আগে সমস্ত ধরনের অধিনায়কত্ব থেকে অবসর গ্রহণ করেন মহেন্দ্র সিং ধোনি (MS dhoni)। আইপিএলে চেন্নাই সুপার কিংস (Chennai supar Kings) দলের অধিনায়ক ছিলেন ধোনি। স্বাভাবিকভাবে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব থেকেও তিনি সরে দাঁড়ান। পরবর্তীকালে চেন্নাই টিম ম্যানেজমেন্ট অধিনায়ক হিসেবে ভারতীয় আলরাউন্ডার রবীন্দ্র জাদেজা কে (Rabindra jadeja) দায়িত্ব দেন।
আইপিএল ২০২২ একেবারে ভালো যায়নি রবীন্দ্র জাদেজা (Rabindra jadeja)। রবীন্দ্র জাদেজাকে অধিনায়কত্ব এর দায়িত্ব দিলে তিনি অধিনায়ক হিসেবে পুরোপুরিভাবে ব্যর্থ হয়। জাদেজার অধিনায়কত্বে পর পর ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় চেন্নাই সুপার কিংস। পুনরায় ধোনি কে নেতৃত্বে ফিরিয়ে আনে চেন্নাই টিম ম্যানেজমেন্ট। তারপরই চোট পেয়ে আইপিএল ২০২২ থেকে ছিটকে যায় রবীন্দ্র জাদেজা (Rabindra jadeja)।
ইতিমধ্যেই বিসিসিআই এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে আইপিএল নিলাম হবে আগামী 16 ই ডিসেম্বর। 15 ই নভেম্বরের মধ্যে সমস্ত ফ্রাঞ্চাইজি কে তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে। আর তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চেন্নাই সুপার কিংস এবার আইপিএল নিলাম এর আগে ছেড়ে দেবে রবীন্দ্র জাদেজাকে।
তবে চেন্নাই ভক্তদের জন্য একটি সুখবর উঠে এলো। চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে জাদেজাকে ছাড়ছে না তারা। জাদেজাকে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন বলে মনে করে সিএসকে।
চেন্নাই সুপার কিংসসের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, “জাদেজা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং ফিনিশার। জাদেজার মত অলরাউন্ডার আইপিএলে খুব কমই আছে। তাই জাদেজাকে এবার আইপিএলও ধরে রাখবো। জাদেজাকে ছাড়ার আর কোন প্রশ্নই ওঠে না।”