এশিয়ান গেমস দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, তবে কি ইনিই হবেন ঋষভ পন্থের বিকল্প?

এশিয়ান গেমসে ভারতীয় (India) দলের হয়ে খেলতে যাবেন ভারতীয় ক্রিকেট তারকা জিতেশ শর্মা (Jitesh Sharma)। চলতি বছরের আইপিএলেও তিনি দারুণ ফর্ম রেখেছিলেন। তাই মনে করা হচ্ছে এবার ঋষভ পন্থের পরিবর্তেই তাঁর দলে সুযোগ এসেছে। কারণ ঋষভের মতই এই ক্রিকেটার আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে। তার নমুনা আইপিএলেই মিলেছে, তাই তাঁকে দলে সুযোগ দেওয়া সঠিক সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুনঃ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচেই বাজিমাত ভারতের! জানুন ডব্লুটিসির পয়েন্টের তালিকায় কতোটা এগালো ভারত…

চীনের হ্যাংজুতে এ বছর উনিশতম এশিয়ান গেমসের আয়োজন হতে চলেছে। সেখানেই ক্রিকেটে অংশ নেবে ভারতের মহিলা এবং পুরুষ দল। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার কথা।এই বিষয়ে জিতেশ শর্মা (Jitesh Sharma) সংবাদমাধ্যমে জানিয়েছেন, “খেলার উন্নতি নিয়ে সবসময় আলোচনা হয়। কয়েক মাস আগে, যখন আমি ঘরের মাটিতে খেলা সিরিজে দলের অংশ হয়েছিলাম, তখন রাহুল স্যারের সাথে আমার কথা হয়েছিল।

Jitesh Sharma match

তিনি আমাকে পরামর্শ দিয়েছেন, তুমি যেভাবে ব্যাটিং করছ সেভাবে করতে থাকো। এটাই আমরা ভবিষ্যতে খুঁজছি। আমাদের শুধু এই অর্ডারে এমন খেলোয়াড় দরকার। অর্থাৎ ব্যাটিংয়ের পঞ্চম বা ষষ্ঠ অর্ডারের কথা হয়েছিলো।” প্রসঙ্গত, ঋষভ পন্থ টিম ইন্ডিয়ার একজন অন্যতম খেলোয়াড়। তবে গত বছর এক ভয়াবহ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন, সেই ঘটনার পর সাময়িকভাবেই বাইশ গজে থেকে দূরে থাকতে হয়েছিলো পন্থকে। 

আরো পড়ুনঃ উনিশতম এশিয়ান গেমসে অংশ নেবে ভারত! শিখর ধাওয়ান নয় বরং টিম ইন্ডিয়ার অধিনায়কত্বে থাকছেন এই ক্রিকেটার

তাই সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর ক্রিকেট পিচে ফেরা সম্ভব হচ্ছে না। অন্যদিকে চিকিতসকরা জানিয়েছেন পন্থের যে লিগামেন্ট সার্জারি হয়েছে তার জন্য সুস্থ হয়ে উঠতে প্রায় ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে। তাই এই অবস্থায় একটা বিকল্প খুঁজে নিতে হতোই।