আসন্ন ওডিআইতে কি ভারতের হয়ে ব্যাট ধরবেন এমএস ধোনি? আশায় বহু ভারতীয় ক্রিকেট ভক্ত

আসন্ন ওডিআই (ODI) ম্যাচে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) র প্রত্যাবর্তন নিয়ে অনেকেই আশাবাদী, মনে করা হচ্ছে ঋষভ পন্থেরই জায়গা নিতে পারেন ক্রিকেট কিংবদন্তী। তিনি বর্তমানে আইপিএলও খেলেছেন তবে ২০২৪-এর আইপিএল খেলবেন কিনা সেই বিষয়ে এখনো কোনো তথ্য মেলেনি। তাই ক্রিকেট ভক্তদের অনেকেই চাইছেন ওডিআই-এর মতন গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিকেট কিংবদন্তীর থাকা জরুরি।

আরো পড়ুনঃ “একা রোহিতের সমালোচনা করা অন্যায়!”, ডব্লুটিসি ম্যাচ নিয়ে রোহিত শর্মার বিরুদ্ধে তীব্র নিন্দার জবাব দিলেন হরভজন সিং

তবে ঋষভের জায়গায়ই কি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আসবেন তা এখনো স্পষ্ট না। অন্যদিকে শারীরিক সমস্যার কারণে দীর্ঘদিন ক্রিকেট পিচে অনুপস্থিত ছিলেন ঋষভ পন্থ। গত বছর এক ভয়াবহ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন, সেই ঘটনার পর সাময়িকভাবেই বাইশ গজে থেকে দূরে থাকতে হয়েছিলো পন্থকে।  তো এই অবস্থায় তাঁর বিকল্প কে হবেন বা আসন্ন ম্যাচে কি হবে সেই নিয়ে ক্রিকেট মহলের একাংশ একটু হলেও উদবিগ্ন হয়ে আছেন। 

MS Dhoni matches

 

পন্থের যে লিগামেন্ট সার্জারি হয়েছে তার জন্য সুস্থ হয়ে উঠতে প্রায় ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিতসকরা। বিশেষজ্ঞদের মতে, ঋষভ পন্থ এখনও তরুণ এবং সে দেশের হয়ে খেলার অনেক সুযোগ পাবেন। তাই ২০২৩ বিশ্বকাপে তাঁর ফিরে আসার জন্য তাড়াহুড়ো করা মোটেও উচিত হবে না। তাই ওডিআই ম্যাচে এখন শেষ ভরসা মাহিই। এর আগে অবশ্য ২০১১ সালে মাহি ভারতের অধিনায়ক ছিলেন। এমনকি সেই বছর ভারতই বিশ্বকাপের আয়োজক ছিলো। 

আরো পড়ুনঃ বিজ্ঞাপন এবং বিসিসিআই তরফে পান মোটা অঙ্কের টাকা! জানুন শ্রেয়াস আইয়ারের মোট সম্পত্তির পরিমাণ

তখন ভারত ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। কিন্তু বারো বছর পরেও যদি এরকমই একটা চমৎকার ঘটে তাহলে ভারতের ইতিহাসে ফের আরেকটি রেকর্ড তৈরি হবে। তাই ক্রিকেট ভক্তদের অনেকেই পুরনো স্মৃতি ভেবেই মাহিকে টিমে ফেরানোর দিন গুনছেন।