রোহিত কি খেলবেন দ্বিতীয় টেস্টে নাকি শুভমান গিলকেই দেখা যাবে? জানালেন রাহুল

দুই ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই প্রথম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারতীয় দল (Indian Team)। এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে গুরুতর চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন লোকেশ রাহুল। প্রথম টেস্টে খেলতে না পারলেও রোহিত কি ফিরবেন দ্বিতীয় টেস্টে? ম্যাচ শেষে জানিয়ে দিলেন অধিনায়ক রাহুল (K L Rahul)।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ডান হাতের বুড়ো আঙ্গুলে গুরুতর চোট পেয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। যার কারণে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও তিনি খেলতে পারেননি। এছাড়াও টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও মাঠের বাইরে থাকতে হয়েছিল অধিনায়ক রোহিত শর্মা কে। রোহিতের পরিবর্তে এই সিরিজে দলে নেওয়া হয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরনকে।

প্রথম টেস্ট থেকে রোহিত শর্মা ছিটকে যাওয়ায় রাহুল বলেছিলেন, ” রোহিত আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে দলে ওর গুরুত্ব রয়েছে। ওর অভাব বোধ করব। আশা করছি ও দ্রুত ফিরে আসবে।”

দ্বিতীয় টেস্টে রোহিতের খেলা প্রসঙ্গে রাহুল বলেন, “দু-এক দিনের মধ্যেই আমরা জেনে যাব রোহিত দ্বিতীয় টেস্টে খেলতে পারবে কি না। এখন আমি জানি না। এই টেস্টের দিকেই আমাদের লক্ষ্য ছিল। সেটা নিয়েই ব্যস্ত ছিলাম আমরা।”

তবে শেষ পর্যন্ত যদি দ্বিতীয় টেস্টেও রোহিত শর্মা খেলতে না পারেন তাহলে রোহিতের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যাবে শুভমান গিলকে। প্রথম টেস্টে এই শুভমান গিলের ব্যাট থেকে এসেছে একটি দুর্দান্ত সেঞ্চুরি।