বিশ্বকাপের পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত (India) এবং নিউজিল্যান্ড (Newzealand)। এই টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে 1-0 ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) টিম ইন্ডিয়া।
এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav) বিধ্বংসী ইনিংস খেলে নিজের সেঞ্চুরি করে ফেলেন। সূর্যের এই সেঞ্চুরির উপর ভর করে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় ভারত (India)। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমার্ধে পুরো ব্যাটিং হলেও দ্বিতীয় অর্ধে ফের বৃষ্টি নামে এবং ম্যাচটি ড্র বলে ঘোষণা করে আম্পায়াররা। যার ফলে এই সিরিজ 1-0 ব্যবধানে জিতে নিল ভারত (India)।
এই সিরিজে ভারতের প্রথম সারির একাধিক ক্রিকেটার কে বিশ্রাম দেওয়া হয়েছিল। বিশ্রামে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল। এছাড়াও বিশ্রামে পাঠানো হয়েছিল ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। আর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দুর্দান্ত পারফরমেন্স করে সিরিজ জিতে নিল ভারত।
এই সিরিজে ভারতীয় ওপেনিংয়ে ছিলেন ঈশান কিষান এবং ঋষভ পন্থ। আর এই দুজনই প্রচন্ড আক্রমণাত্মক ব্যাটসম্যান। এই প্রসঙ্গে হার্দিক পান্ডিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ” আমি মনে করি যখন কোন ক্রিকেটার আন্তর্জাতিক পর্যায়ে খেলতে আসে তখন সে নিশ্চয়ই ভালো কিছু করে এখানে এসেছে। তাই আমি প্রত্যেকটা ক্রিকেটারকে পর্যাপ্ত স্বাধীনতা দিতে চাই এবং আমি তাদেরকে বলে দিই তোমরা নিজেদের স্বাভাবিক খেলা খেলে এসো। এতে তোমরা যদি আউটও হয়ে যাও তাও তোমাদের কেউ দলের বাইরে বার করবে না।”
এই সিরিজে সঞ্জু স্যামসন এবং উমরার মালিক কে একটা ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। এই প্রসঙ্গে হার্দিক পান্ডিয়া বলেন, ” সঞ্জু স্যামসন এবং উমরার মালিক খুবই ভালো ক্রিকেটার। ওদের দলের বাইরে রাখা খুবই কঠিন সিদ্ধান্ত। তবে পরিস্থিতির উপর বিচার করে সেই ম্যাচে যাকে খেলানো সঠিক মনে হয়েছে আমরা তাকেই খেলিয়েছি। বাইরের লোক কি বলছে না বলছে সেই ব্যাপারে আমরা কান দিতে চাই না। তবে এটুকু বলতে পারি কেউই বঞ্চিত হবেন না, সকলেই সুযোগ পাবেন এবং দীর্ঘ সময়ের জন্য সুযোগ পাবেন।”