‘বেশি টাকার সঙ্গে অহংকার আসে’, বিরাট-রোহিতদের তুলোধনা করলেন কপিল দেব

দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আইসিসির কোন টুর্নামেন্ট জিততে পারেনি সেই নিয়ে ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে আক্ষেপ বেড়েই চলেছে। কয়েকদিন আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আর নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি ভক্তরা। অনেকেই ভারতীয় দলের সমালোচনা করেছিলেন। ভারতীয় দলের সমালোচনা করেছিলেন ভারতের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম হলেন সুনীল গাভাস্কর।

Virat Kohli

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভারতীয় ক্রিকেটারদের তুলোধনা করেছিলেন সুনীল গাভাস্কার। বিশেষ করে ভারতীয় ব্যাটসম্যানদের সমালোচনা শোনা গিয়েছিল তার মুখে। গাভাস্কার বলেছিলেন আগে ভারতীয় ব্যাটাররা তার কাছে পরামর্শ চাইতে আসতেন। কিন্তু এখনকার ব্যাটাররা সেটা করেননা।

আরও পড়ুন:- বিরাট ও রোহিতকে কেন বিশ্রাম দেওয়া হল? চাপে পড়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়

এবার সুনীল গাভাস্কারের সুর শোনা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের মুখে। প্রাক্তন সতীর্থ সুনীল গাভাস্কারের মতোই ভারতীয় ক্রিকেটারদের তীব্র সমালোচনা করলেন কপিল দেব।

আরও পড়ুন:- মাত্র দুটি ম্যাচ খেলেই বিশ্রাম, বিরাট-রোহিতের উপর রেগে লাল নেটিজেনরা

এদিন কপিল দেব বলেন, ” এখনকার ক্রিকেটাররা সবই জানেন। তারা কারোর কাছে পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেন না। আত্মবিশ্বাস সবসময় ভালো। তবে কখনো কখনো নিজেরা কিছু না জানলে অভিজ্ঞ কারুর থেকে পরামর্শ নেওয়া উচিৎ।”

Rohit Sharma

এছাড়াও কপিল দেব বলেন, ” যেখানে সুনীল গাভাস্কার এর মত কিংবদন্তিরা রয়েছে সেখানে কোন ক্রিকেটার যদি কিছু না জানেন সেটা জিজ্ঞাসা করার ক্ষেত্রে কোন অসুবিধায় থাকার কথা নয়। একজন ক্রিকেটার সবসময় সবকিছু জানতে পারেন না, তাই জিজ্ঞাসা করার ব্যাপারে এত ইগো কেন আমি সেটাই বুঝতে পারি না। কখনো কখনো টাকা অহংকার নিয়ে আসে, আমার মনে হয় বর্তমানে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তেমনটাই ঘটছে।”