ফুটবল বিশ্বকাপ ২০২২- (FIFA Worldcup 2022) এর জন্য কাতারে ৭টি নতুন স্টেডিয়াম তৈরি করা হয়েছিল। এছাড়া অংশগ্রহণকারী ফুটবলারদের অনুশীলনের জন্যও আলাদা মাঠের ব্যবস্থা ছিল কাতারে। সেই সঙ্গে তাঁদের জন্য ছিল ব্যয়বহুল হোটেলও। কিন্তু বিশ্বকাপ তো শেষ, এখন কী হবে সেই স্টেডিয়ামগুলো? আসুন জেনে নেওয়া যাক প্রতিবেদনে বিস্তারিত ভাবে।
আমরা আপনাকে বলি, এবারের কাতারে ফুটবল বিশ্বকাপের (Qatar Worldcup) আয়োজন ছিল অনেক ব্যায় বহুল। যেখানে সব মিলিয়ে খরচ ২১ লাখ কোটি (Qatar Worldcup total cost) টাকারও বেশি। হিসাব কোষে দেখা গেছে ১৯৯৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৭টি ফুটবল বিশ্বকাপে সব মিলিয়ে যা খরচ হয়েছে তার ৪ গুণেরও বেশি টাকা খরচ হয়েছে শুধু কাতারে আয়োজিত বিশ্বকাপে।
ইতিমধ্যেই বিশ্বকাপের আবেগ শেষ হয়েছে। কাতার বিশ্বকাপের জন্য তৈরি হয়েছিল ৭টি স্টেডিয়াম (Qatar Worldcup Stadium)। তার মধ্যে ১টি স্টেডিয়াম টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কাতার থেকে বিদায় নেবে। যেই স্টেডিয়ামে নির্মান করা হয়েছিল ৯৭৪টি শিপিং কন্টেনার। জানিয়ে দি, কাতারের আন্তর্জাতিক ডায়ালিং কোডও +৯৭৪ এবং স্টেডিয়ামটির নাম করণও হয় ৯৭৪। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই স্টেডিয়াম ভেঙে ফেলার কাজ শুরু হয়ে গিয়েছে। ঘটনাচক্রে, ২০২১ সালের ৩০শে নভেম্বর স্টেডিয়ামটি নির্মাণ করা হয় এবং ৫ই ডিসেম্বর স্টেডিয়ামটির মধ্যে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়।
বাকি স্টেডিয়ামগুলির খবর:-
কাতারের প্রশাসন বলছে, বিশ্বকাপের ফাইনাল যে স্টেডিয়াম অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ লুসাইল স্টেডিয়ামে একটি স্কুল এবং অনেকগুলি দোকান-ক্যাফে তৈরি করা হবে। খেলাধুলার জন্যও জায়গা রেখে দেওয়া হবে ওই স্টেডিয়ামে। এর পাশাপাশি একটি হাসপাতাল তৈরি করার চিন্তা-ভাবনা।
এর পর আল বায়ত স্টেডিয়াম:- এই পর এই স্টেডিয়ামে তৈরি হবে একটি বিলাসবহুল হোটেল, একটি শপিং মল এবং একটি ওষুধের দোকান। এই ঔষুধের দোকান থেকে মূলত খেলাধুলোর সময় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা থাকবে। ওই ওষুধের দোকানে মিলবে খেলোয়াড়দের চিকিৎসা। আর অন্য ২টি স্টেডিয়াম ব্যবহার করবে স্থানীয় ২টি ফুটবল ক্লাব। আল রাইয়ান খেলবে আহমেদ বিন আলি স্টেডিয়ামে এবং আল ওয়াকরাহ খেলবে আল জানুবে।
আগামী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপ-২০২৬ সালে জায়গা পাকা করতে এখন থেকেই প্রশিক্ষণ শুরু করবে কাতারের জাতীয় ফুটবল দল। আর সেই প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামকে। বাকি স্টেডিয়ামগুলিকে আবার নতুন করে তৈরি করা হবে।