অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে নিজের পরিবারকে উৎসর্গ করলেন যশস্বী, দিলেন আবেগপ্রবণ বয়ান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর দীর্ঘ এক মাসের বিরতি নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তারপর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই মুহূর্তে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ১২ জুলাই থেকে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত (India) এবং ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতের জার্সি গায়ে অভিষেক করেছেন দুই তরুণ ক্রিকেটার একজন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) অপরজন ঈশান কিশান।

আরও পড়ুন:- ওপেনিং জুটিতে ২২৯ রান করে ৪৪ বছরের অখ্যাত রেকর্ড ভাঙলেন যশস্বী-রোহিত জুটি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে খেলতে নেমেই দুর্দান্ত সেঞ্চুরি করলেন ভারতের তরুণ বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে সাড়া ফেলে দিলেন ভারতের এই ওপেনার।

আরও পড়ুন:- ‘সচিন-দ্রাবিড়রা পরামর্শ চাইতে আসত, রোহিত-কোহলিরা আসে না!’ ফের খোঁচা গাভাস্কারের

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ১৫০ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক টেস্ট ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

অভিষেক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে সেটি নিজের পরিবারকে উৎসর্গ করলেন যশস্বী। এদিন যশস্বী বলেন, ” এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভারতীয় দলের খেলার স্বপ্ন প্রত্যেক ক্রিকেটারেরই থাকে। অবশেষে আমার স্বপ্ন পূরণ হল। আমি আমার পরিবারকে এবং প্রিয়মানুষদের ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আমার ওপর ভরসা করার জন্য। আগামী দিনে আরও ভালো ব্যাটিং করার চেষ্টা করব।”