যশস্বী জয়সওয়াল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরিতে অভিষেক করেছিলেন এই সকল ভারতীয় ক্রিকেটাররা, জানুন তাঁরা কে…

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অভিষেকের পরেই ক্রিকেট (cricket) পিচে ঝড় তুললেন ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তিনিই প্রথম ভারতীয় ওপেনার যিনি বিদেশে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন। এই দিন তিনি একাই রান তুলেছেন ১৪৩। ৩৫০ বলে প্রায় ১৪টি চার মেরে তিনি ১৪৩ রান তুলে রেকর্ড গড়েন। ম্যাচের দ্বিতীয় দিনে ভারতীয় দল প্রথম ইনিংসে ২ উইকেটে ৩১২ রান করেছে। ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

আরো পড়ুনঃ ভারতীয় দলের হয়ে কেন তিন নম্বরেই ব্যাট করতে চান শুভমান গিল? জানুন আসল কারণ….

অন্যদিকে ভারতও শুরু থেকে সঠিক ফর্ম ধরে খেলতে শুরু করে বিরাট কোহলির রান চোখে পড়ার মতন না হলেও, ভারতীয় দলের হয়ে প্রথম ইনিংসে অধিনায়ক রোহিত শর্মা দারুণ ফর্ম বজায় রেখেছেন। তিনি ২২১ বলে ১০৩ রানের সেঞ্চুরি করেন।  প্রসঙ্গত, আইপিএলে  দুর্দান্ত ইনিংস খেলার পর অনেকে মনে করেছিলেন আসন্ন ম্যাচগুলিতেও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)সুযোগ পাবে। ঠিক তেমনটাই হল, ওয়েস্ট ইন্ডিজ সফরেই অভিষেক ঘটল এই তরুণ ক্রিকেটারের। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি চলতি বছরের আইপিএলেও তিনি ১৪টি ম্যাচ খেলেছেন।

Yashasvi Jaiswal match

এই ম্যাচে তিনি ১ টি সেঞ্চুরি ও ৫ টি হাফ সেঞ্চুরি করেছেন। সব মিলিয়ে আইপিএলে ১৬৩.৬১ স্ট্রাইক রেটে রান করেছেন ৬২৫। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন যে সকল ভারতীয়রা, তাঁদের মধ্যে আছেন  রোহিত শর্মা- ১৭৭, কলকাতা, ২০১৩। পৃথ্বী শ- ১৩৪, রাজকোট, ২০১৮।  যশস্বী জয়সওয়াল-১৪৩, রোসিউ, ২০২৩। অন্যদিকে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা কমবয়সি ভারতীয়দের মধ্যে আছেন পৃথ্বী শ (১৮ বছর ৩২৯ দিন ) বনাম ওয়েস্ট ইন্ডিজ, রাজকোট, ২০১৮।

আরো পড়ুনঃ ‘সচিন-দ্রাবিড়রা পরামর্শ চাইতে আসত, রোহিত-কোহলিরা আসে না!’ ফের খোঁচা গাভাস্কারের

আব্বাস আলি বেগ ( ২০ বছর ১২৬ দিন) বনাম ইংল্যান্ড, ওল্ড ট্র্যাফোর্ড, ১৯৫৯। গুন্ডপ্পা বিশ্বনাথ (২০ বছর ২৭৬ দিন) বনাম অস্ট্রেলিয়া, কানপুর, ১৯৬৯। ইয়াশ্বিস জাওয়াল (২১ বছর ১৯৬ দিন) ওয়েস্ট ইন্ডিজ , রোসিউ, ২০২৩। মোহাম্মদ আজহারউদ্দিন (২১ বছর ৩২৭ দিন) বনাম ইংল্যান্ড, কলকাতা, ১৯৮৪।