ওয়েস্ট ইন্ডিজের পিচে হিট মোমেন্ট! ওপেনিং জুটিতে বড় রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল

২১৫ বলে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে শতরান পূরণ করলেন ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ইতিমধ্যেই বিদেশের মাটিতে অভিষেক করে তিনি যা রেকর্ড গড়েছেন তা ক্রিকেট মহলে ব্যাপক সাড়া ফেলেছে। ডব্লুটিসির ম্যাচে ভারতের হারের পরই এই তরুণ ক্রিকেটার যেন ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে ক্ষতর প্রলেপ লাগালেন। অন্যদিকে তাঁর সাথে জুটি বেঁধে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন রোহিত শর্মাও। পিচ নিয়ে যাতে কোনোরকম অসুবিধা না হয় তাই গত সপ্তাহ থেকেই অনুশীলন শুরু হয়। অবশেষে সবুরে মিঠে ফল দিলো ভারতের তরুণ তুর্কি।

আরো পড়ুনঃ আইসিসির বার্ষিক আয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে লক্ষ্মীলাভ! তবে কি আয়ের মূল অংশই পাচ্ছে বিসিসিআই ?

ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি চলতি বছরের আইপিএলেও তিনি ১৪টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচে তিনি ১ টি সেঞ্চুরি ও ৫ টি হাফ সেঞ্চুরি করেছেন। সব মিলিয়ে আইপিএলে ১৬৩.৬১ স্ট্রাইক রেটে রান করেছেন ৬২৫। তাঁর এই নয়া রেকর্ডে আবেগপ্রবণ হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা তাঁর প্রশংসায় শাবাসি দেন। অন্যদিকে ইশান কিষান, রবীন্দ্র জাদেজাও এই তরুন ক্রিকেটারকে জড়িয়ে শুভেচ্ছা জানান।

Yashasvi Jaiswal records

সিরিজে নয়া রেকর্ডের পর খোদ যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) বলেন, “এটা একটা অনেক বড় যাত্রা। দলের সুযোগ পাওয়া আমার পরিবার এবং আমার কাছে অনেকটা আবেগপূর্ণ পরিস্থিতি ছিল। শুধু আমার পরিবারের নয়, যারা আমাকে সাহায্য করেছে তাদের জন্যও বটে। আমাকে কোনও না কোনও সময় যে কেউ সাহায্য করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।

আরো পড়ুনঃ ওয়েস্ট ইন্ডিজে সেরাটাই দিয়েছেন! জানুন ফেলে আসা ম্যাচে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার কীর্তি

এই সাফল্য আমি, মা-বাবাকে দিতে চাই। তারা আমার জীবনে অনেক বড় অবদান রেখেছে। সবে পথ চলা শুরু হয়েছে, এখনও অনেক পথ বাকি।” প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  টেস্টে সেঞ্চুরিতে অভিষেক করেছিলেন যে সকল ভারতীয়রা, তাঁদের মধ্যে আছেন  রোহিত শর্মা- ১৭৭, কলকাতা, ২০১৩। পৃথ্বী শ- ১৩৪, রাজকোট, ২০১৮।