আইপিএলে নজরকাড়া ফর্ম! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হতে চলেছে যশস্বী জয়সওয়ালের

ভারত-ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরের মাধ্যমেই টেস্টে অভিষেক হবে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এর। বর্তমানে ভারতের তরুণ ক্রিকেটারদের মধ্যে তিনি একজন অন্যতম সেরা ক্রিকেটার। দুর্দান্ত ফর্মের কারণে শুরু থেকেই তিনি ক্রিকেট মহলে সুনাম কুড়িয়েছেন। একাধিক ম্যাচেই তাঁর সেরা পারফরম্যান্স বহু ক্রিকেট ভক্তর মনে রয়ে গেছে। এমনকি চলতি বছরের আইপিএলে তিনি ১৪টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচে তিনি ১ টি সেঞ্চুরি ও ৫ টি হাফ সেঞ্চুরি করেছেন।

আরো পড়ুনঃ “একা রোহিতের সমালোচনা করা অন্যায়!”, ডব্লুটিসি ম্যাচ নিয়ে রোহিত শর্মার বিরুদ্ধে তীব্র নিন্দার জবাব দিলেন হরভজন সিং

সব মিলিয়ে আইপিএলে ১৬৩.৬১ স্ট্রাইক রেটে রান করেছেন ৬২৫। আইপিএলের স্কোরের ভিত্তিতেই ধরা হয়, তিনি এখন বর্তমানে সেরা ক্রিকেটার। তবে আসন্ন ম্যাচে কি হতে চলেছে সেই নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। তরুণদের মধ্যে তিনি ছারাও আছেন শুভমান গিল। চেতেশ্বর পূজারার পরিবর্তে তিন নম্বরে দেখা যাবে গিলকে। 

Yasasvi Jaiswal in ipl

গত সপ্তাহে এই কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়ে অনুশীলনেরও আয়োজন করা হয়েছিলো। ওয়েস্ট ইন্ডিজের সফরে প্রথম অভিষেক করা এই ক্রিকেটারদের যাতে পিচ বুঝতে অসুবিধা না হয় সেজন্য টিম ইন্ডিয়া তরফে সরকমের প্রস্তুতিই নেওয়া হয়েছে। এবার ফলাফলে কি হবে তার জন্য আরো কিছু সময়ের অপেক্ষা করতে হবে।  তবে বিরাট এবং রোহিতের তুলনায় বর্তমানে এই তরুন ক্রিকেটারদের ওপর ভারতীয় ক্রিকেট ভক্তদের আশা একটু বেশিই বেড়ে গিয়েছে।

আরো পড়ুনঃ বিশ্ব ক্রিকেটে তিনি সেরার সেরা কিন্তু ক্রিকেট না হলে আজ তিনি অন্য কোথাও থাকতেন! জেনে নিন সুনীল গাভস্কারের এই অজানা গল্প 

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডে থকছেন রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), অজিঙ্কা রাহানে, ঋতুরাজ গায়কওয়াড়, কেএস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, নবাব ঠাকুর। মুকেশ কুমার, মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট।