এক সময় ভারতীয় দলের অন্যতম সেরা মারকুটে ব্যাটসম্যান ছিলেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। কয়েক বছর আগেই তিনি সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই মুহূর্তে আইপিএলেও খেলতে দেখা যায় না ইউসুফ পাঠানকে। বর্তমানে ভারতবর্ষের কোন ক্রিকেটে খেলেন না তিনি। আর এই অবসর সময়ে ইউসুফ পাঠান নাম লিখেছেন জিম্বাবুয়ের আফ্রো টি-১০ লিগে (Zim Afro T10)।
#ICYMI we witnessed @iamyusufpathan mania at it's peak 🏔️#ZimAfroT10 #JBvDQ #CricketsFastestFormat #T10League #InTheWild pic.twitter.com/Jn1yXlGrr2
— ZimAfroT10 (@ZimAfroT10) July 28, 2023
জিম্বাবুয়ের আফ্রো টি-১০ লিগে জোহানেসবার্গ বাফেলোজের হয়ে খেলছেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। এদিন টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল ডারবান কালান্দার্স এবং জোহানেসবার্গ বাফেলোজ। এই ম্যাচে ধ্বংসাত্মক ইনিংস খেলে জোহানেসবার্গকে ম্যাচ জেতালেন ইউসুফ।
আরও পড়ুন:- IND vs WI: বিরাট কোহলি চিতাবাঘের তত্পরতায় ঝাঁপিয়ে পড়লেন, জাদেজা দেখালেন ভেলকি
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন জোহানেসবার্গ বাফেলোজের অধিনায়ক মহম্মদ হাফিজ। প্রথমে ব্যাটিং করতে নেমে রানের পাহাড় করে ডারবান কালান্দার্স। নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪০ রান করে ডারবান।
আরও পড়ুন:- BCCI হঠাৎ করেই বড় ঘোষণা করল, ২০২৩ সালের বিশ্বকাপে মাঠে নামবেন এই প্রাণঘাতী খেলোয়াড়!
ডারবানের হয়ে টিম আন্দ্রে ফ্লেচার করেন ১৪ বলে ৩৯ রান, আসিফ আলি ১২ বলে ৩২ রান, সেফার্ত ৮ বলে ১১, ও নিক ওয়েলশ ৮ বলে ২৪ রান করেন। জোহানেসবার্গের হয়ে ৯ রানে ২ উইকেট নেন নূর আহমেদ।
প্রতি ওভারে ১৪ রানের টার্গেট চেস করতে নেমে শুরু থেকে মেরে খেলতে থাকেন জোহানেসবার্গের ব্যাটাররা। ইউসুফ পাঠান ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৮০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে জোহানেসবার্গকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
#ICYMI we witnessed @iamyusufpathan mania at it's peak 🏔️#ZimAfroT10 #JBvDQ #CricketsFastestFormat #T10League #InTheWild pic.twitter.com/Jn1yXlGrr2
— ZimAfroT10 (@ZimAfroT10) July 28, 2023
এই টুর্নামেন্টে ৮ ম্যাচে ৬টি ইনিংস খেলে মোট ১৮৭ রান সংগ্রহ করেছেন ইউসুফ পাঠান। স্ট্রাইক-রেট ২০৭.৭৭। মোট ১৬টি চার ও ১৪টি ছক্কা মেরেছেন তিনি। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি।