ভারতের বিশ্বকাপ জেতা নিয়ে বিস্ফোরক দাবি যুবির, আঙুল তুললেন BCCI-র দিকে

আগামী ৬ই অক্টোবর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এবারের ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। বিশ্বকাপ শুরু হতে হাতে আর দু মাসও সময় নেই। ইতিমধ্যেই এবারের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের মতামত দিতে শুরু করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) নাম।

Indian Cricket Team

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। সেই যুবরাজ সিং এবার বিশ্বকাপ নিয়ে নিজের মতামত রাখতে গিয়ে জানালেন এই দল নিয়ে ভারত বিশ্বকাপ খেলতে নামলে ভারতের খেতার সম্ভাবনা খুব একটা নেই। সেই সঙ্গে তিনি ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বিসিসিআই এর কাছে বিশেষ দাবি রাখলেন।

এদিন বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে যুবরাজ সিং বলেন, “একজন ভারতবাসী হিসেবে আমি সব সময় বলবো ভারত বিশ্বকাপ জিতবে কিন্তু যদি একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে আমি দেখি তাহলে এই দল নিয়ে ভারতের বিশ্বকাপ জয় খুব একটা সহজ হবে না। কারণ এই ভারতীয় দলের মিডল অর্ডার খুবই দুর্বল।”

যুবি বলেন, “ইনজুরির কারণে ভারতের মিডল অর্ডার নিয়ে উদ্বেগে রয়েছি। বিশ্বকাপের আগে যদি ভারতের সমস্যা সমাধান না হয় তাহলে বিশ্বকাপে আমাদের লড়াই করতে হবে, বিশেষ করে চাপের খেলায় চিন্তা বাড়বে। বিসিসিআই এর উচিৎ এখন থেকেই মিডল অর্ডার তৈরি রাখা।”

ODI World Cup

এছাড়াও অধিনায়ক রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে যুবরাজ সিং বলেন, “রোহিত একজন দক্ষ অধিনায়ক। দীর্ঘদিন ধরে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে অধিনায়কত্ব করছে। ও জানে চাপের মুখে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। তবে একজন ভালো অধিনায়ককে সবসময় ভালো দল দিতে হয়, তবেই সে বিশ্বকাপ জিততে পারবে।”