“ধানশ্রী আমার সঙ্গে ছিল বলেই..!”,টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ সুযোগ না পাওয়ায় নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন যুজবেন্দ্র চাহাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) র জন্য দলে নির্বাচিত না হওয়া নিয়ে নিজের খারাপ দিনের অভিজ্ঞতা শেয়ার করলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ২০২১ সালের টি-টোয়েন্টিতে সুযোগ না পেয়ে প্রায় দু বছর নিজের যন্ত্রণা চেপে রাখার পর তিনি জানান, “আমি খুব একটা কাঁদি না, তবে সেদিন বাথরুমে গিয়ে একটু কেঁদেছিলাম। নির্বাচিত না হওয়ায় আমি খুবই হতাশ হয়েছিলাম। তখন আমাকে দুবাইতে আইপিএল খেলতে হয়েছিল। সেই সময় আমার সঙ্গে ছিলেন ধনশ্রী।

পরের দিন আমাদের দুবাইয়ের একটি ফ্লাইট নিতে হয়েছিল, যেখানে সেই বছর স্থগিত আইপিএল মরসুম খেলা হবে। সেখানে পৌঁছানোর পর আমাদের প্রায় এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ধানশ্রী আমার সঙ্গে ছিল। এতে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পেরেছি। সে সময় সে আমার সাথে না থাকলে এসব নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সহজ হতো না।” ওই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়া নিয়ে তিনি ভারতের তখনকার অধিনায়ক বিরাট কোহলির সাথেও আলোচনা করেছিলেন।

Yuzvendra Chahal and Dhanashree Verma

তবে কেন তাঁকে টিম থেকে বাদ দেওয়া হল, সেই বিষয়ে তিনি কিছুই বুঝে উঠতে পারেন নি। এমনকি ক্রিকেট ভক্তদের পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেট সতীর্থরাও একটু অবাক হয়েছিলো। দলে নিজের স্থান না পাওয়ায় ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটার তাঁর স্ত্রীর অবদানের কথাও বলেছেন। নিজেই জানিয়েছেন এই খারাপ পরিস্থিতিতে কিভাবে সে তাঁর পাশে থেকে সামাল দিয়েছে। সব খারাপ পরিস্থিতি থেকে তাঁকে বের করে আনতে পেরেছে। 

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) আরো বলেন, “ধানশ্রী আমাকে বুঝাতে পেরেছে যে যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এখন আমার দল আরসিবির এই সময়ে পরবর্তী ৭টি ম্যাচের জন্য আমাকে প্রয়োজন এবং গিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। তিনি আমাকে মাঠে আমার সমস্ত রাগ ঝেড়ে ফেলতে বলেছিলেন, যার সহজ অর্থ হল খেলতে যাও।  আরও ভাল পারফর্ম করো। এর পর আমি সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে পেরেছি।”