আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভালো পারফরমেন্স করার সুবাদে এই মুহূর্তে ভারতীয় দলের তিনটি ফরমেটে নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তরুণ ওপেনার ব্যাটসম্যান শুভমান গিল (Subhaman Gill)। এবার আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শুভমান গিল (Subhaman Gill)। আইপিএলে সবথেকে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন তিনি। আর তারপরই ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছেন গিল।
ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুটি টেস্ট ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন শুভমান গিল (Subhaman Gill)। প্রথম ডমিনিকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ছয় রান করে আউট হয়ে যান। এরপরে ত্রিনিদাদে দ্বিতীয় টেস্টে তিনি প্রথম ইনিংসে করেছিলেন ১০ রান ও দ্বিতীয় ইনিংসে ২৯ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন:- ঈশান নাকি সঞ্জু? উনাদকাট নাকি মুকেশ? দেখুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
শুভমান গিলের এই পারফরমেন্সে একেবারেই খুশি নয় ভারতের প্রাক্তন পেসার জাহির খান (Zahir Khan)। এদিন জাহির খান বলেন, ” ওয়েস্ট ইন্ডিজের মত দুর্বল দলের বিরুদ্ধে ওর এই পারফরম্যান্সের জন্য আমি ওকে দশের মধ্যে চার দেব। যেখানে পাশ নম্বর পাঁচ। অর্থাৎ শুভমান পাস নম্বরও তুলতে পারেনি। অপরদিকে এটাও ঠিক গিল সাধারণত ওপেনার ব্যাটসম্যান। তাই তিন নম্বরে নেমে প্রথম থেকেই ভালো পারফরমেন্স করা ওর জন্য খুব একটা সহজ হবে না। ওকে তিন নম্বরে নেমে ভালো পারফরমেন্স করতে হলে আরও কিছুটা সময় দেওয়া দরকার।”
আরও পড়ুন:- প্রথম ক্রিকেটার হিসেবে এক ইনিংসে সাত উইকেট নিয়ে T20-তে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার
এছাড়াও জাহির খান বলেন, ” এই সিরিজে পূজারার মতো সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অর্থাৎ টিম ম্যানেজমেন্টের ইশারা স্পষ্ট যে ভারতীয় দল সামনের দিকে এগিয়ে যেতে চাইছে। তবে পূজারার জায়গায় যাকে খেলানো হবে তাকে পারফরম্যান্স করতে হবে।”
সেই অনুষ্ঠানে জাহির খানের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার সাবা করিম। তিনি বলেন, “এই সিরিজে শুভমান গিলের পারফরমেন্স ছিল প্রত্যাশারও নীচে। ও নিজেও হয়তো খুব একটা খুশি হবে না। কিন্তু শুভমনের এটা শুরুর দিন। আমি নিশ্চিত ও শিখবে। ওকে কিছুটা সময় দিতে হবে।’